কলকাতার এই ক্যাফেতে ভ্যালেন্টাইন’স ডে’তে খেতে গেলে সকলেই পাবেন আকর্ষণীয় উপহার!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
১০ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার । সময় সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা ।
advertisement
1/5

• প্রেমের দিন । আকাশে-বাতাসে যেন প্রেম উড়ে বেড়াচ্ছে । ফেব্রুয়ারি মাস এলেই তাই মনটা উরু উরু । গত এক সপ্তাহ ধরে চলছে প্রেমের বিভিন্ন দিনের উদযাপন । সবার শেষে আসবে বিশেষ দিনটা । ভ্যালেন্টাইন’স ডে । আর সেই বিশেষ দিনে বিশেষ অফার থাকছে কলকাতার জনপ্রিয় ক্যাফে ‘দ্য ইয়েলো টার্টেল’-এ ।
advertisement
2/5
• কাপলদের জন্য থাকছে দারুণ, আকর্ষণীয় কিছু উপহার । সঙ্গে অনবদ্য স্বাদের সব খাবার তো পাবেনই । ১০ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার । সময় সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা ।
advertisement
3/5
• ঠিকানাটা এই ফাঁকে জানিয়ে রাখা ভাল । দূর্দান্ত এই সমস্ত অফার পেতে গেলে চলে যান পি-৫৯৬, গোলপার্ক, হেমন্ত মূখার্জি সরণী, বালিগঞ্জ, কলকাতা-৭০০০২৯ এই ঠিকানায় ।
advertisement
4/5
• উপহারের পাশাপাশি থাকছে অনবদ্য স্বাদের নানারকম খাবার । যেমন- ইয়েলো টার্টেল স্পেশ্যাল ব্রেকফাস্ট, মালাই চা, ইংলিশ ব্রেকফাস্ট, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, কফি ল্যাতে, জিঞ্জার পাইন কনককশন, ট্রপিকাল ফ্রুট স্মুদি বাউল, থাই অ্যাফেয়ার্স, স্প্যানিশ অমলেট, বেকড বিনস, ইয়েলো টার্টেল ক্লাব ভেজ অথবা নন-ভেজ বার্বিকিউ চিকেন উইংস ।
advertisement
5/5
• থাকছে কর্ন ফ্রায়েড চিকেন নাগেটস, ওয়েফেল উইথ অ্যা টপিং অফ ফ্রুট কম্পোট । এই ক্যাফেতে দু’জনের খেতে খরচ হবে মোটামুটি ৩০০ থেকে ৮০০ টাকা ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কলকাতার এই ক্যাফেতে ভ্যালেন্টাইন’স ডে’তে খেতে গেলে সকলেই পাবেন আকর্ষণীয় উপহার!