TRENDING:

Elephant Foot Yum Side Effects: কোলেস্টেরল কমাতে অব্যর্থ! সর্বরোগহরা ওল খাবেন না শুধু এঁরা! জানুন কারা ওল খেলে সর্বনাশ

Last Updated:
Elephant Foot Yum Side Effects: আমিষ, নিরামিষ নানা পদে বিভিন্ন রেসিপিতে রান্না করে খাওয়া যায় এই কন্দ৷ বাজারে এখন ঢেলে বিক্রি হচ্ছে মাটির নীচের এই সবজি৷ নানা শারীরিক অসুস্থতা রোধে এই কন্দ সবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না৷
advertisement
1/10
কোলেস্টেরলে অব্যর্থ! সর্বরোগহরা হলেও খাবেন না এঁরা! জানুন কারা ওল খেলে সর্বনাশ
বর্ষার অন্যতম সবজি ওল৷ বাজারে এখন ঢেলে বিক্রি হচ্ছে মাটির নীচের এই সবজি৷ নানা শারীরিক অসুস্থতা রোধে এই কন্দ সবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না৷
advertisement
2/10
আমিষ, নিরামিষ নানা পদে বিভিন্ন রেসিপিতে রান্না করে খাওয়া যায় এই কন্দ৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
advertisement
3/10
হিন্দিতে জিমিকন্দ এবং ইংরেজিতে এলিফ্যান্টস ফুট নামে পরিচিত এই সবজি খাওয়া হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও।
advertisement
4/10
পুষ্টিবিদ লভনীত বাত্রার মতে মস্তিষ্কের কার্যকারিতার জন্য ওল খুবই উপকারী। কারণ মাটির তলার এই কন্দ সবজিতে প্রচুর পরিমাণে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস।
advertisement
5/10
এই উপাদানগুলির জন্য ওল খেলে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়। মনসংযোগ বাড়ে যে কোনও বিষয়ে। ফলে ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী। তাদের ডায়েটে রাখা দরকার এই সবজি।
advertisement
6/10
শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে ওল। তাই মহিলাদের জন্য এই সবজি খুবই প্রয়োজনীয়। ইস্ট্রোজেন হরমোনের মাত্রা শরীরে বাড়িয়ে তোলে ওল। ভিটামিন বি-৬ সমৃদ্ধ এই সবজি পিএমএস সিন্ড্রোম সমস্যা নিয়ন্ত্রণ করে।
advertisement
7/10
ওল একদিকে প্রাকৃতিক প্রোবায়োটিক এবং একইসঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল। পেটের তথা পরিপাক স্বাস্থ্য ভাল রাখে এই সবজি। শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থ সরিয়ে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করে।
advertisement
8/10
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকায় শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ওল। পুষ্টিকর লো ফ্যাট ডায়েটে ওল অপরিহার্য।
advertisement
9/10
তবে উপকারিতার মতো ওলে আছে কিছু ক্ষতিকর দিকও। সে বিষয়েও সাবধান করেছেন লভনীত। তাঁর মতে, ডায়েটে অতিরিক্ত পরিমাণে ওল না রাখাই উচিত।
advertisement
10/10
অন্তঃসত্ত্বা এবং নতুন মা যাঁরা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন তাঁদের ডায়েটেও ওল বুঝেশুনেই রাখতে হবে। বলছেন লভনীত। সেক্ষেত্রে এই সবজি খেতে হবে ডাক্তারের পরামর্শ মেনে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Elephant Foot Yum Side Effects: কোলেস্টেরল কমাতে অব্যর্থ! সর্বরোগহরা ওল খাবেন না শুধু এঁরা! জানুন কারা ওল খেলে সর্বনাশ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল