Electric Bill: ২৪ ঘণ্টা ফ্যান চালালে কত কারেন্ট পোড়ে? সারাদিন পাখা চালানোর পরে মাসের শেষে খরচ কত? জানুন পরিষ্কার হিসেব
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিন্তু, এই সময় অনেকেরই মনে প্রশ্ন আসে, সারাদিনে কতক্ণ ফ্যান চালু রাখা উচিত? এবং কেউ যদি ২৪ ঘণ্টা সিলিং ফ্যান চালিয়ে রাখে, তাহলে কতটা কারেন্ট পোড়ে, সেটা আদৌ উচিত কি না৷
advertisement
1/8

যা বীভৎস গরম পড়েছে তাতে সর্বক্ষণ ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না৷ সকাল থেকে রাত পর্যন্ত মনে হয় পারলে ২৪ ঘণ্টাই আমরা ফ্যান চালিয়ে রাখি৷
advertisement
2/8
কিন্তু, এই সময় অনেকেরই মনে প্রশ্ন আসে, সারাদিনে কতক্ণ ফ্যান চালু রাখা উচিত? এবং কেউ যদি ২৪ ঘণ্টা সিলিং ফ্যান চালিয়ে রাখে, তাহলে কতটা কারেন্ট পোড়ে, সেটা আদৌ উচিত কি না৷
advertisement
3/8
অনেকেই আশঙ্কা করেন যে যদি সিলিং ফ্যান ঘণ্টার পর ঘণ্টা একটানা চালানো হয়, তাহলে ফ্যানটি অতিরিক্ত গরম হয়ে যায় এবং ফ্যানের কয়েল পুড়ে যায়৷ অন্য কোনও সমস্যাও দেখা দিতে পারে৷
advertisement
4/8
বিশেষজ্ঞদের মতে, যদি সিলিং ফ্যান একটানা চালান, তাহলে অন্তত প্রতি ৬ থেকে ৮ ঘন্টা অন্তর এক ঘণ্টা করে সিলিং ফ্যান বন্ধ রাখা উচিত।
advertisement
5/8
সারাদিন সিলিং ফ্যান চালালে কত কারেন্ট পোড়ে, সে বিষয়ে সহজ একটি অঙ্ক রয়েছে৷ তবে বেশির ভাগ ক্ষেত্রেই বিষয়টা নির্ভর করে কী ব্র্যান্ডের পাখা ব্যবহার করছেন তার উপর৷ ৫ স্টার রেটিংয়ের সিলিং ফ্যান কিনলে কম কারেন্ট পোড়ে৷
advertisement
6/8
ধরে নেওয়া যাক, আপনার বাড়িতে ৭৫ ওয়াটের ফ্যান রয়েছে৷ সেটা সকালে ৪ ঘণ্টা চালান, রাতে ৮ ঘণ্টা৷ সারাদিনে ধরে নিলাম ১২ ঘণ্টা চলে আপনার সিলিং ফ্যান৷ ধরে নেওয়া যাক, আপনার বাড়িতে ৭৫ ওয়াটের ফ্যান রয়েছে৷ সেটা সকালে ৪ ঘণ্টা চালান, রাতে ৮ ঘণ্টা৷ সারাদিনে ধরে নিলাম ১২ ঘণ্টা চলে আপনার সিলিং ফ্যান৷
advertisement
7/8
ইলেক্ট্রিক খরচ হওয়ার সূত্র হল, একটি পাখা একদিনে যত কারেন্ট খরচ করে = পাখায় থাকা রেটেড পাওয়ার X যতক্ষণ পাখা চলছে৷ অর্থাৎ, ৭৫ ওয়াটের পাখা ২৪ ঘণ্টা চললে কারেন্ট খরচ হয়, ৭৫ X ২৪ ওয়াট আওয়ার্স অর্থাৎ, একদিনে পাখা চালানোর পিছনে আপনার খরচ হবে ১৮০০ ওয়াট আওয়ার্স বিদ্যুৎ৷
advertisement
8/8
আবার, ওয়াট আওয়ার্স কে ১০০০ দিয়ে ভাগ করলে পাওয়ার যায় বিদ্যুতের ইউনিট৷ এক্ষেত্রে, মাসে পাখার জন্য ইউনিট হবে ১.৮ ইউনিট৷ এবার প্রত্যেক ইউনিট পিছু ৭ থেকে ৮ টাকা খরচ হলে, একদিনে ২৪ ঘণ্টা পাখা চালালে আপনার খরচ হবে, ১৪ টাকা৷ একমাসে সিলিং ফ্যাশনের জন্য ইলেক্ট্রিক খরচ হবে ৪৩২ টাকা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Electric Bill: ২৪ ঘণ্টা ফ্যান চালালে কত কারেন্ট পোড়ে? সারাদিন পাখা চালানোর পরে মাসের শেষে খরচ কত? জানুন পরিষ্কার হিসেব