TRENDING:

Eggplant or Brinjal Side Effects: গুণের ভান্ডার হলেও বেগুন এঁরা মুখে তুললেই ঝাঁঝরা শরীর! কোন রোগে এই সবজি এড়িয়ে যাবেন? জানুন

Last Updated:
Eggplant or Brinjal Side Effects: পুষ্টিগুণে ভরা বেগুনে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট আছে৷ হৃদরোগের আশঙ্কা, হাই ব্লাড সুগার, ওজন বেড়ে যাওয়া-সহ একাধিক শারীরিক জটিলতা রোধ করে এই সবজি৷ এত উপকারিতা সত্ত্বেও বেগুনের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ তাই কোনও কোনও রোগে এই সবজি এড়িয়ে চলতে হবে৷
advertisement
1/8
এঁরা বেগুন মুখে তুললেই ঝাঁঝরা শরীর! কোন রোগে এই সবজি এড়িয়ে যাবেন? জানুন
নাম ‘বেগুন’ হলেও এই সবজি গুণের ভান্ডার৷ বাঙালি হেঁশেলে সব ঋতুতে নানা রূপে বিরাজ করে বেগুন৷ শীতে পোড়া, বর্ষায় ইলিশের ঝোল, গরমে শুক্তো বা বসন্তে নিমবেগুন-একাধিক স্বাদে বাজিমাত করে এই সবজি৷
advertisement
2/8
পুষ্টিগুণে ভরা বেগুনে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট আছে৷ হৃদরোগের আশঙ্কা, হাই ব্লাড সুগার, ওজন বেড়ে যাওয়া-সহ একাধিক শারীরিক জটিলতা রোধ করে এই সবজি৷
advertisement
3/8
কিন্তু এত উপকারিতা সত্ত্বেও বেগুনের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ তাই কোনও কোনও রোগে এই সবজি এড়িয়ে চলতে হবে৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
advertisement
4/8
নাইটশেড গোত্রের সবজি বেগুন অ্যালার্জির কারণ হতে পারে৷ বিরল হলেও বেগুন থেকে অ্যালার্জি ও অ্যালার্জি সংক্রান্ত সমস্যা বেড়ে শ্বাসকষ্ট, অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
5/8
বেগুনে প্রচুর ক্যালসিয়াম আছে৷ তাই বেশি বেগুন খেলে কিডনি স্টোনের মতো জটিলতা দেখা দেয়৷ বেশি বেগুন খেলে কিডনির জটিলতা তৈরি হতে পারে৷
advertisement
6/8
বেগুনের ন্যাসানিন উপাদানের জন্য শরীরে আয়রন শোষণে সমস্যা হতে পারে৷ ভুগতে হতে পারে আয়রন ডেফিসিয়েন্সিতে৷
advertisement
7/8
বেগুনের সোলানাইন উপাদানের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে৷ এর থেকে বমি, গা গুলিয়ে ওঠা, ঝিমুনি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে৷
advertisement
8/8
প্রত্যেক খাবারের উপকারিতার মতো পার্শ্ব প্রতিক্রিয়াও আছে৷ তাই অতিরিক্ত না খেয়ে ডায়েটে রাখুন পরিমিত পরিমাণে৷ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Eggplant or Brinjal Side Effects: গুণের ভান্ডার হলেও বেগুন এঁরা মুখে তুললেই ঝাঁঝরা শরীর! কোন রোগে এই সবজি এড়িয়ে যাবেন? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল