Egg Shells Benefits: ডিমের খোলা ফেলে দেন? কাজে লাগালে কমবে জয়েন্ট পেন, ঝকঝকে হবে ঘরবাড়ি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Egg Shells Benefits: আমরা নানাভাবে ডিম খেলেও খোলা ফেলে দিই জঞ্জালের মধ্যে। অজান্তেই হাতছাড়া করি অফুরন্ত উপকারিতা।
advertisement
1/6

রান্নাঘরে মুহূর্তের মধ্যে আবর্জনায় পরিণত হয় ডিমের খোলা। আমরা নানাভাবে ডিম খেলেও খোলা ফেলে দিই জঞ্জালের মধ্যে। অজান্তেই হাতছাড়া করি অফুরন্ত উপকারিতা।
advertisement
2/6
ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে দিন পাখির খাবারে। পোষা পাখি যদি নাও থাকে, বাগানে বা ছাদে ছড়িয়ে দিন। পাখিরা ভিড় জমাবে আপনার বাড়িতে।
advertisement
3/6
অ্যাপ সিডারে ভিজিয়ে রাখুন ডিমের খোলা। তার পর সেই মিশ্রণ মালিশ করুন গাঁটের যন্ত্রণার জায়গায়। সাময়িক আরাম পাবেন। কোলাজেন, কোন্ড্রইটিন, গল্ুকোস্যামাইন, হ্যালুরনিক অ্যাসিডের মতো উপাদান সাহায্য করবে উপশমে।
advertisement
4/6
ঘরবাড়ি পরিষ্কার করতে ডিমের খোলা অদ্বিতীয়। ফেলে না দিয়ে ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে দিন ঘর মোছার জলে। জৈব উপাদানে ঝকঝকে তকতকে হবে আপনার ঘরবাড়ি।
advertisement
5/6
ডিমের খোলা গুঁড়ো করে মেশান গাছের মাটিতে। উপযুক্ত পুষ্টি পেয়ে তরতরিয়ে বেড়ে উঠবে আপনার বাড়ির গাছ। জৈব সার হিসেবে ডিমের খোলা খুবই উপকারী।
advertisement
6/6
কফির সঙ্গে ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে নিলেও এর স্বাদগুণ বাড়বে দুই-ই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Egg Shells Benefits: ডিমের খোলা ফেলে দেন? কাজে লাগালে কমবে জয়েন্ট পেন, ঝকঝকে হবে ঘরবাড়ি