Egg: ডিম খাওয়ার পর খোসা ফেলে দিচ্ছেন! কী ভুল করছেন জানেন না!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
ডিমের খোসার উপরের অংশে ফেলে ভিতর মাটি ও খোল ভরে ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন।
advertisement
1/6

*ডিম খাওয়ার পর আমরা ডিমের খোসা ফেলে দেই। কারণ ডিমের খোসার ব্যবহার আমরা জানি না এটা আমাদের কাছে আবর্জনা বলেই মনে হয়। তবে এই ডিমের খোসার ত্বকের যত্ন থেকে শুরু করে গৃহসজ্জার প্রয়োজনে অনায়াসে ব্যবহার করা যেতে পারে। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি।
advertisement
2/6
*ত্বকের যত্ন: ডিমের খোসা আপনার ত্বকের জন্য চমৎকার কাজ করবে। ডিমের খোসা গুঁড়ো করে ডিমের সাদা অংশের সঙ্গে মেশান। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এই ফেসপ্যাকটি আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। ফাইল ছবি।
advertisement
3/6
*ইনডোর প্ল্যান্ট রাখতে: ইনডোর প্লান্ট গুলো রাখতে এই ডিমের খোসা ভীষণ কার্যকরী। ডিমের খোসার উপরের অংশে ফেলে ভিতর মাটি ও খোল ভরে ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন। তবে এক্ষেত্রে কম মাটিতে বেড়ে উঠতে পারে এমন ইনডোর প্ল্যান্ট বেছে নিতে হবে। ফাইল ছবি।
advertisement
4/6
*সার হিসেবে: টপ্পা বাগানের গাছের জন্য সার কিনতে অনেক টাকা খরচ করি আমরা। অথচ হাতের কাছেই রয়েছে ডিমের খোসার প্রাকৃতিক সার। ডিমের খোসা গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিন। ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেল গাছের বৃদ্ধিতে সাহায্য করে। ফাইল ছবি।
advertisement
5/6
*শোপিস হিসেবে: ডিমের খোসায় ছোট ছিদ্র করে ডিমের ভিতরের অংশ বের করে নিন এবার পছন্দ মত রং দিয়ে ছবি আঁকুন ।ডিমের খোসায় সাজিয়ে রাখুন বসার ঘরে। ফাইল ছবি।
advertisement
6/6
*হাঁড়ি কড়াই পরিষ্কার করতে: হাঁড়ি কড়াই থেকে রান্নার তেল বা পোড়া দাগ দূর হয় না সহজে। তাই হাড়ি পাতিল পরিষ্কার করার সময় ডিমের খোসা গুঁড়ো করে মিলিয়ে নিন। পরিষ্কার হয়ে যাবে চট করে। ফাইল ছবি।