Tips to remove egg odour : বাসন থেকে ডিমের গন্ধ যাচ্ছেই না? রইল সহজ ঘরোয়া টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tips to remove egg odour : জেনে নিন সেই সব টোটকা, যেগুলির সাহায্যে সহজেই বাসনপত্র হয়ে উঠবে ডিমের গন্ধমুক্ত
advertisement
1/7

স্বাদেগন্ধে অতুলনীয় হলেও বাসনে ডিমের গন্ধ অনেক সময়েই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এই গন্ধ শুধু বাসন নয়, যেতে চায় না রান্নাঘর থেকেও। জেনে নিন সেই সব টোটকা, যেগুলির সাহায্যে সহজেই বাসনপত্র হয়ে উঠবে ডিমের গন্ধমুক্ত।
advertisement
2/7
বাসনের গায়ে মাখিয়ে নিন বেসন। তার পর হাল্কা হাতে ঘষে নিন। কিছু ক্ষণ পর এই বাসন ভাল করে জলে ধুয়ে নিন। ডিমের গন্ধ চলে যাবে।
advertisement
3/7
বাসনে দিন বেকিং সোডা। কিছু ক্ষণ মাখিয়ে রাখুন বেকিং সোডা দিয়ে। তার পর চেনা সাবানে ধুয়ে শুকিয়ে নিন।
advertisement
4/7
সম পরিমাণ জল ও ভিনিগার মিশিয়ে নিন। তাতে দিন এক চামচ লেবুর রস। এ বার এই মিশ্রণ দিয়ে পরিষ্কার করুন বাসন। যেমন পরিষ্কার হবে, তেমনই দূর হবে দুর্গন্ধ।
advertisement
5/7
নিতে পারেন শুধু লেবুর রসও। পর্যাপ্ত পরিমাণে লেবুর রস মাখিয়ে রাখুন বাসনে। তার পর ভাল করে ধুয়ে নিন।
advertisement
6/7
জলে কফি মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। এ বার ওই মিশ্রণ দিয়ে স্ক্রাব করুন বাসন। বা ভাল করে ঘষে নিন বাসন। তার পর সাবান জলে ধুয়ে নিন। চলে যাবে দুর্গন্ধ।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips to remove egg odour : বাসন থেকে ডিমের গন্ধ যাচ্ছেই না? রইল সহজ ঘরোয়া টোটকা