Egg: রোজ ডিম না হলে চলে না? বলতে পারবেন একটা মুরগি গোটা জীবদ্দশায় ক'টা ডিম পাড়ে? উত্তরটা জানলে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Egg: দেশ-কাল নির্বিশেষে ডিম খুব জনপ্রিয় একটা খাবার। অনেকে হাসের ডিম খান, তবে সেই ডিমের দাম অনেকটা বেশি। রোজের খাবার হিসাবে সবাই মুরগির ডিম-ই বেছে নেন। এবার বলুন তো দেখি, একটা মুরগি গোটা দীবদ্দশায় ক'টা ডিম পাড়ে? পড়ুন
advertisement
1/7

ডিম খেতে ভালবাসে না, এমন মানুষ দূরবীন দিয়ে খুঁজতে হবে। সস্তায় পুষ্টির ভাণ্ডার ডিম, রয়েছে ভরপুর প্রোটিন। কাজেই, দেশ-কাল নির্বিশেষে ডিম খুব জনপ্রিয় একটা খাবার। অনেকে হাসের ডিম খান, তবে সেই ডিমের দাম অনেকটা বেশি। রোজের খাবার হিসাবে সবাই মুরগির ডিম-ই বেছে নেন। এবার বলুন তো দেখি, একটা মুরগি গোটা দীবদ্দশায় ক'টা ডিম পাড়ে?
advertisement
2/7
মুরগি গোটা জীবদ্দশায় ক'টা ডিম পাড়বে, তা নির্ভর করে মুরগির প্রজাতি, মুরগিকে খাদ্য হিসাবে কী দেওয়া হচ্ছে, চারপাশের পরিবেশ ও মুরগির জীবনকালের উপর। কৃষি দফতরের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এক বছরে একটা মুরগি ২৭৬ টা ডিম পাড়ে। এবার, প্রজাতি অনুযায়ী এই সংখ্যার হেরফের হয়।
advertisement
3/7
গ্রাম্যপ্রিয়া মুরগি খুব বেশি সংখ্যায় ডিম পাড়ে। সাদা ও রঙিন—দু’রকমের মুরগি হয়। এর মধ্যে সাদা প্রজাতি তুলনায় বেশি ডিম দেয়। ঠিক ভাবে খেতে দিলে মুরগি তিন মাসে দেড় কেজি ওজনের হয় এবং ৭২ সপ্তাহে ১৮০-২০০টি ডিম দেয়।
advertisement
4/7
বনরাজা প্রজাতির মুরগিতে রোগের সংক্রমণ কম। ডিম আকারে বড়। বছরে ১৫০-১৬০টি ডিম দেয় এরা।
advertisement
5/7
ডিম উৎপাদক দেশি মুরগিদের মধ্যে উল্লেখযোগ্য হল গিরি রানি, কৃষ্ণা জে, গ্রাম্য লক্ষ্মী, কলিঙ্গ বাদামি।
advertisement
6/7
অন্যদিকে কৃষি ব্রো হল মাংস উৎপাদক মরগি। এদের ওজন একটু বেশি হয়। মাংস উৎপাদক আর একটি উন্নত প্রজাতির দেশি মুরগি হল গিরি-রাজা
advertisement
7/7
'ক্যানাডিয়ান ব্রাঞ্চ অফ দ্য হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল'-এর সমীক্ষায় দেখা গিয়েছে, একটা পোল্ট্রির মুরগি এক সপ্তাহে কমবেশি ৪-৫ টা ডিম পাড়ে, এক বছরে গড়ে ২০০ টা ডিম পাড়ে। অন্যদিকে 'ক্যানাডিয়ান ব্যাটারি হেন' একদিকে ৭-৮টা ডিম পাড়ে, এক বছরে ৩২০ টা ডিম পাড়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Egg: রোজ ডিম না হলে চলে না? বলতে পারবেন একটা মুরগি গোটা জীবদ্দশায় ক'টা ডিম পাড়ে? উত্তরটা জানলে চোখ কপালে উঠবে