Egg Buying Tips: ডিম কেনার সময় এই বিষয়গুলির দিকে খেয়াল রাখুন, পচা ডিম কিনে ঠকতে হবে না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Egg Buying Tips: ডিম কেনার আগে কিছু নিয়ম মানতে হবে। টিপসগুলি মনে রাখলে আর ঠকতে হবে না। পচা ডিম কেনার হাত থেকে বাঁচবেন।
advertisement
1/7

স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার হিসেবে ডিম বিকল্পহীন। বাচ্চাদের স্বাস্থ্যকর খাবারই হোক, বা অতিথি আপ্যায়নে চটজলদি রেসিপি-ডিমের বাজিমাত সর্বত্র।
advertisement
2/7
কিন্তু জানেন কি ডিম কেনার আগে কিছু নিয়ম মানতে হবে। টিপসগুলি মনে রাখলে আর ঠকতে হবে না। পচা ডিম কেনার হাত থেকে বাঁচবেন।
advertisement
3/7
ডিমে সালমোনেল্লা জীবাণু থাকতে পারে। যদি সুসিদ্ধ করে রান্না না হয়, তাহলে ওই জীবাণু থেকে সালমোনেলোসিসের মতো কঠিন সংক্রমণ হতে পারে।
advertisement
4/7
কেনার আগে ভাল করে দেখুন ডিমের গায়ে কোনও চিড় ধরেছে কিনা। ডিমের খোলায় সামান্যতম ফাটল ধরলেও কিনবেন না।
advertisement
5/7
ডিমের গায়ে নোংরা লেগে থাকলে সেটা নেবেন না। সব সময় পরিষ্কার খোলাসমেত ডিম কিনুন।
advertisement
6/7
রেফ্রিজারেটরে রাখা আছে, এরকম ডিমই কিনবেন। ফ্রিজের বাইরে রাখা ডিম না কেনাই ভাল।
advertisement
7/7
ডিমের আকার, আকৃতি বা খোলসের রঙে কোনওরকম ডিফর্মেশন খেয়াল করলে সেটা কিনবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Egg Buying Tips: ডিম কেনার সময় এই বিষয়গুলির দিকে খেয়াল রাখুন, পচা ডিম কিনে ঠকতে হবে না