TRENDING:

দিওয়ালিতে এই রঙিন মাটির প্রদীপ-পুতুলে সাজবে ঘর

Last Updated:
আলোর উৎসবে মাটির প্রদীপ, মাটির পুতুলে মজেছে পুরুলিয়া
advertisement
1/7
দিওয়ালিতে এই রঙিন মাটির প্রদীপ-পুতুলে সাজবে ঘর
বদলাচ্ছে ভাবনা। বাড়ছে সচেতনতা। মাটির টানে যেন মাটির কাছে ফেরা। টুনি, এলইডি নয়, প্রদীপের স্নিগ্ধ আলো থাকবে মন জুড়ে। দীপাবলির আগে চিনা আলোকে পিছনে ফেলে মাটির সামগ্রী দখল নিয়েছে পুরুলিয়ার বাজার। চাহিদা থাকায় হাসি মুখে দিনরাত কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা।
advertisement
2/7
আর কিছুদিন বাদেই দিওয়ালি, আলোর উৎসবের আগে পুরুলিয়ায় মৃৎশিল্পীদের ব্যাস্ততা চরমে। চায়নার বাজারকে পেছনে ফেলে মাটির সামগ্রী দখল নিয়েছে পুরুলিয়ার বাজার।
advertisement
3/7
দীপাবলি মানেই তো আলোর উৎসব। গত কয়েক বছর ধরে ডায়মন্ড টুনি, ক্যান্ডেল টুনি, এলইডি চেন, লেজারের রমরমায় মাটির প্রদীপের বাজার বেশ মন্দা ছিল। এ বছর পাল্টেছে সেই ছবি। আলোর উৎসবে মাটির প্রদীপ, মাটির পুতুলে মজেছে পুরুলিয়া। দু হাত ভরা প্রদীপ।
advertisement
4/7
সারি সারি দাঁড়িয়ে রঙিন পুতুল। দীপাবলির রাত আলোয় ভরিয়ে দেবে মাটির পুতুল, মাটির প্রদীপ। কুমোরপাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে। মৃৎশিল্পীদের দাবি, এ বছর মাটির প্রদীপের চাহিদা উর্ধ্বমুখী।
advertisement
5/7
এই বিশেষ ধরনের পুতুল তৈরিতে সিদ্ধহস্ত পুরুলিয়ার শিল্পীরা। নাওয়া-খাওয়া ভুলে পরিবারের সবাই এখন কাজ করছেন। গত কয়েক বছর ধরে পুরুলিয়ায় চিনা আলোর দাপটে মাটির সামগ্রীর বিক্রিবাটা বেশ কম হচ্ছিল। এবার জেলা ছাড়িয়ে রাজ্যের বাইরেও যাচ্ছে মাটির প্রদীপ, পুতুল। আলোর উৎসবে মাটির পঞ্চ প্রদীপ, রঙিন পুতুলে সেজে উঠবে ঘর।
advertisement
6/7
একটা সময় বাজার মন্দা হয়ে পড়েছিল ছিল পুরুলিয়ার মৃৎশিল্পীদের ! কারণ ? চায়নার নানান সামগ্রী একচেটিয়া দখল করে ছিল জেলার বাজার জুড়ে । তবে, আজ চিত্রটা অনেটাই পাল্টেছে! আবার নতুন করে পুরুলিয়ার মৃৎশিল্পীদের তৈরী উৎসবের নানান সামগ্রী বাজারে কদর বাড়ছে।
advertisement
7/7
জেলা ছাড়িয়ে রাজ্যের বাইরেও যাচ্ছে আলোর উৎসবের জন্য মাটির প্রদীপ। কাজেই নাওয়া খাওয়া ভুলে এখন সপরিবারে আলোর উৎসবের সামগ্রী প্রস্তুতে ব্যাস্ত জেলার মৃৎশিল্পীরা । মাটির প্রদীপ থেকে ঘোড়া, পঞ্চ প্রদীপ বাচ্চাদের নানান খেলনা... রং বেরংএর নানান সামগ্রী নিয়ে এখন বাজার মুখি পুরুলিয়ার মৃৎশিল্পীরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
দিওয়ালিতে এই রঙিন মাটির প্রদীপ-পুতুলে সাজবে ঘর
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল