TRENDING:

Sexual Tips|| ভায়াগ্রা খেয়ে শরীরের ক্ষতি করছেন? সাধারণ 'এই' ফল খেয়ে দেখুন, সঙ্গমের ইচ্ছা বাড়বেই

Last Updated:
Natural Viagra: জানেন কি ভায়াগ্রার চেয়েও বেশি শক্তিশালী দুটো অত্যন্ত সাধারণ ফল রয়েছে? বিশ্বাস না হলে পরখ করে দেখতে পারেন। এই ফলের যৌন উত্তেজনা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে তোলার ক্ষমতা রয়েছে।
advertisement
1/8
ভায়াগ্রা খেয়ে শরীরের ক্ষতি করছেন? সাধারণ 'এই' ফল খেয়ে দেখুন, সঙ্গমের ইচ্ছা বাড়বে
*সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে ভায়াগ্রার আসক্ত হয়ে পড়ছেন? সাবধান, নিত্য ওষুধের ব্যবহারে ফল হতে পারে মারাত্বক। বরং, প্রাকৃতিক উপায়ে নিজেকের যৌনজীবনকে উপভোগ্য করে তুলুন।  প্রতীকী ছবি। 
advertisement
2/8
*সুখী জীবনের চাবিকাঠি সুস্থ সেক্স! কিন্তু ফাস্ট লাইফ, স্ট্রেস, কাজের চাপ, অত্যধিক মানসিক টেনশনে হারিয়ে যাচ্ছে যৌন উত্তেজনা! ফলে মিলনের স্থায়িত্ব বাড়াতে পুরুষরা ভায়াগ্রার মতো অশুধ খান হামেশাই। এই ওষুধের মধ্যে থাকে সিট্রুলিন, লাইকোপেন জাতীয় জিনিস। যা পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতীকী ছবি। 
advertisement
3/8
*জানেন কি ভায়াগ্রার চেয়েও বেশি শক্তিশালী দুটো অত্যন্ত সাধারণ ফল রয়েছে? তাও আপনার হাতের মুঠোয়? বিশ্বাস না হলে পরখ করে দেখতে পারেন। এই ফলের যৌন উত্তেজনা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে তোলার ক্ষমতা রয়েছে। তাই সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে একবার অন্তত ট্রাই করতেই পারেন। প্রতীকী ছবি। 
advertisement
4/8
*যৌন উত্তেজনা বাড়াতে জুড়ি মেলা ভার তরমুজের। তবে শুধু তরমুজ নয়, পাতিলেবুরও বিকল্প নেই। তরমুজ এবং পাতিলেবুর মিশ্রণই প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*তরমুজ ছোট ছোট করে কেটে মিক্সারে ব্লেড করে নিন। তবে শুধু তরমুজই নয়, সাদা অংশটাও খানিকাটা দিতে হবে। এ বার তরমুজের রসটা একটি পাত্রের মধ্যে ঢেলে ভাল করে ফোটাতে থাকুন। একই সঙ্গে একটা গোটা পাতিলেবুর রস মেশাতে থাকুন। ফোটানোর সময় মিশ্রণটি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*মিশ্রণটি ঘন হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটি পাত্রের মধ্যে ঢেলে রাখুন। তারপর সেটিকে ফ্রিজে রেখে দিন। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
 *প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাতে খাবার আগে দু চামচ করে ওই মিশ্রণ খেয়ে নিন। যাদের ওজন বেশি তারা ৩-৪ চামচ করেও খেতে পারেন।  বিশেষজ্ঞদের দাবি, একসপ্তাহের মধ্যেই হাতেনাতে ফল মিলবে। প্রতীকী ছবি।
advertisement
8/8
*এই প্রাকৃতিক ভায়াগ্রা সমস্ত বয়সের জন্যই কার্যকরী, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ৷ তবে মিশ্রণে ভুলেও এতে নুন বা চিনি মেশাবেন না! সেক্ষেত্রে উপযোগিতা হারিয়ে যাবে! প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sexual Tips|| ভায়াগ্রা খেয়ে শরীরের ক্ষতি করছেন? সাধারণ 'এই' ফল খেয়ে দেখুন, সঙ্গমের ইচ্ছা বাড়বেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল