Healthy Lifestgyle: বাজারে দেখলে না তাকিয়ে চলে যান? এই সস্তার শাকই চিকেন পক্সের যম, আজ থেকে খান
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Healthy Lifestgyle: শুধু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেই নয়,ত্বকের নানান সমস্যার সমাধানে এই শাকের গুণাবলী অনস্বীকার্য।এই শাকটি হল হেলেঞ্চা শাক।
advertisement
1/6

শুধু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেই নয়,ত্বকের নানান সমস্যার সমাধানে হেলেঞ্চা শাকের গুণাবলী অনস্বীকার্য।
advertisement
2/6
হিঞ্চে বা হেলেঞ্চা শাকের বহু উপকারিতা। চিকিৎসক শ্রীকান্ত মণ্ডল জানান, হেলেঞ্চা শাক খেলে ত্বকের সমস্যার সমাধান হয়। হিমোগ্লোবিনও বাড়ে।
advertisement
3/6
শীত এবং বর্ষাকালে ত্বকে নানা রোগ দেখা যায়। প্রথমটি শীতে এবং দ্বিতীয়টি গরমে মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। হেলেঞ্চা শাকের তিন-চার চামচ রস একবার করে খেলে উপকার পাওয়া যাবে।
advertisement
4/6
বসন্ত রোগ হওয়ার পর শরীরে দু’-একটি গুটি দেখা দেওয়া মাত্রই শ্বেতচন্দন গুঁড়ো ও হেলেঞ্চা শাকের রস মিশিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়।
advertisement
5/6
লিভার দুর্বল হলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয়। এক্ষেত্রে হেলেঞ্চা শাক ছোট করে কেটে, জলে পরিমাণ মতো লবণ মিশিয়ে সিদ্ধ করতে হবে।
advertisement
6/6
জল ফুটে মোটামুটি এক কাপ পরিমাণ হলে পাত্রটি আঁচ থেকে নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হলে, ভাত খাওয়ার আগে চার-ছয় ফোঁটা সরষের তেল মিশিয়ে খেলে লিভার সবল হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestgyle: বাজারে দেখলে না তাকিয়ে চলে যান? এই সস্তার শাকই চিকেন পক্সের যম, আজ থেকে খান