Cashew Nut Benefits: শীতকালে রোজ খান একটা কাজু বাদাম! উপকার জানলে চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Cashew Nut Benefits: কাজু বাদাম একটা করে খেলেই উপকার! ত্বক থেকে চুল হবে ঝলমলে! জটিল রোগ দূর হবে! জানুন বিশেষজ্ঞের মত
advertisement
1/10

প্রায়শই বিভিন্ন খাবারে কাজু বাদামের ব্যবহার দেখতে পাওয়া যায়। এছাড়া অনেকে রোজকার ডায়েটে ভেজানো কাজু বাদাম চিবিয়েও খেয়ে থাকেন প্রায়শই।
advertisement
2/10
অভিজ্ঞ পুষ্টিবিদ্ চিকিৎসক দিব্যা নাজ জানান, শীতকালে কাজু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। দৈনন্দিন জীবনের ডায়েটে তাই শীতের সময় কাজু রাখা অনেকটাই দরকারি।
advertisement
3/10
কাজু বাদামে থাকা জিঙ্ক এবং অ্যান্টি-অক্সিডেন্ট মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে মরশুমি রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।
advertisement
4/10
নিম্ন তাপমাত্রা শরীর শক্তি নিষ্কাশন করতে থাকে। কাজু ক্যালোরি এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টিতে পূর্ণ। ফলে শরীরের জন্য শক্তি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বাদাম।
advertisement
5/10
কাজুতে তামা বেশি থাকে। ফলে এটি শরীরে কোলাজেন এবং ইলাস্টিন তৈরিতে সাহায্য করে। এই প্রোটিনগুলি ত্বক নরম, কোমল এবং কঠোর আবহাওয়াতেও হাইড্রেটেড রাখে।
advertisement
6/10
কাজুতে প্রচুর ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়াম রয়েছে। ফলে এটি হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজু শক্তিশালী এবং সুস্থ হাড় বজায় রাখতে সাহায্য করে।
advertisement
7/10
কাজুতে ট্রিপটোফ্যান রয়েছে যা একটি অ্যামিনো অ্যাসিড। এটি মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে তোলে। ফলে মেজাজ এবং মানসিক স্বচ্ছতা অনেকটাই ভাল থাকে।
advertisement
8/10
কাজু হল পটাসিয়াম এবং হার্ট-স্বাস্থ্যকর চর্বির উৎস যা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হার্ট অনেকটাই সুস্থ থাকে কাজু খেলে।
advertisement
9/10
কাজুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চোখের লেন্সের অক্সিডেটিভ ক্ষতি কমিয়ে ছানি গঠন প্রতিরোধে সাহায্য করে। কাজু স্বাস্থ্যকর চোখের টিস্যু বজায় রাখতেও সাহায্য করে।
advertisement
10/10
কাজুতে থাকা কপার মেলানিন উৎপাদনে সাহায্য করে। যা চুলের রঙের জন্য দায়ী একটি পিগমেন্ট। এটি চুলের ফলিকল গুলিকেও শক্তিশালী করে তোলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cashew Nut Benefits: শীতকালে রোজ খান একটা কাজু বাদাম! উপকার জানলে চমকে যাবেন