সারা বছর টবে ফলবে তেজি লঙ্কা! সুগন্ধি, ঝাঁঝে মন ভরে যাবে...শুধু একটু 'টক দই'! করুন এই কাজ
- Published by:Tias Banerjee
Last Updated:
Green Chilis Gardening Tips: লঙ্কা চাষ করতে গিয়ে বা বাড়ির বাগানে লঙ্কাগাছ লাগিয়ে অনেকেই হতাশ হন। গাছের বাড় হয় না, লঙ্কা দু-একটা হলেও তাতে তেজ নেই, ঝাল নেই। অনেকেই নানা সমস্যার মুখোমুখি হন—গাছের বৃদ্ধি কম হয়, ফল ঝরে পড়ে বা উৎপাদন আশানুরূপ হয় না। অথচ সহজ কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব।
advertisement
1/10

লঙ্কা চাষ করতে গিয়ে বা বাড়ির বাগানে লঙ্কাগাছ লাগিয়ে অনেকেই হতাশ হন। গাছের বাড় হয় না, লঙ্কা দু-একটা হলেও তাতে তেজ নেই, ঝাল নেই। অনেকেই নানা সমস্যার মুখোমুখি হন—গাছের বৃদ্ধি কম হয়, ফল ঝরে পড়ে বা উৎপাদন আশানুরূপ হয় না। অথচ সহজ কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। কী ভাবে বড়, লম্বা তেজি লঙ্কায় গাছ ভরাবেন? জেনে নিন।
advertisement
2/10
ঘরে থাকা এই জিনিস ব্যবহার করলে সব দিকেই আপনার লাভ। খরচও সামান্য। এটি একদিকে যেমন গাছের বৃদ্ধিতে সাহায্য করে, তেমনই ফলনও কয়েকগুণ বাড়িয়ে দেয়।
advertisement
3/10
ঘরোয়া সেই উপাদান হল দই। জানুন, দই ব্যবহার করে কী ভাবে লঙ্কা ফলাবেন এবং গাছ ভরে যাবে লঙ্কার ভারে। সহজ উপায় শিখে নিলে মনে হবে আগে করেননি কেন!
advertisement
4/10
লঙ্কা গাছের ফলন বাড়াতে টক দই বা বাটার মিল্ক ব্যবহার করা যেতে পারে। সঠিক পদ্ধতিতে দই ব্যবহার করলে লঙ্কার ফলন সীমাহীন হতে পারে।
advertisement
5/10
2. বিশেষ মিশ্রণ তৈরি: - ১০ লিটার জলে ৫০০ গ্রাম টক দই বা বাটার মিল্ক মিশিয়ে একটি দ্রবণ তৈরি করতে হবে। - এই দ্রবণ গাছের গোড়ায় দেওয়া বা স্প্রে করা যেতে পারে।
advertisement
6/10
3. ফল ঝরে পড়া রোধ: দই মিশ্রণ স্প্রে করলে গাছের লঙ্কা ঝরে পড়ার সমস্যা কমে। 4. শিকড়ের বিকাশ বৃদ্ধি: এই পদ্ধতি শিকড়কে শক্তিশালী করে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে।
advertisement
7/10
5. গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লঙ্কা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দই কার্যকরী ভূমিকা নেয়।
advertisement
8/10
6. ফসলের গুণগত মান উন্নতি: গাছ সুস্থ থাকলে ফলের মান ভাল হয় এবং বাজারদর বেশি পাওয়া যায়।
advertisement
9/10
7. অতিরিক্ত পুষ্টি সরবরাহ: দইতে থাকা উপকারী ব্যাকটেরিয়া ও খনিজ উপাদান মাটির উর্বরতা বাড়ায়।
advertisement
10/10
8. অর্গানিক সার হিসেবে ব্যবহার: কেমিক্যাল সার কমিয়ে প্রাকৃতিক উপায়ে লঙ্কা চাষের জন্য দই ব্যবহার করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সারা বছর টবে ফলবে তেজি লঙ্কা! সুগন্ধি, ঝাঁঝে মন ভরে যাবে...শুধু একটু 'টক দই'! করুন এই কাজ