Tips to remove Holi colours from clothes : পোশাক থেকে দোলের রং তুলুন এই সহজ ঘরোয়া উপায়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
তবুও কোনওভাবে ভাল পোশাকে দোলে রংখেলার রং লেগে যেতে পারে৷(Tips to remove Holi colours from clothes)
advertisement
1/6

দোলে রং খেলার সময় আমরা সচেতন ভাবেই পুরনো পোশাক পরি৷ বলা ভাল, কিছু পুরনো পোশাক আলাদা করে রেখে দিই দোলের দিন পরার জন্য৷ কিন্তু তবুও কোনওভাবে ভাল পোশাকে দোলে রংখেলার রং লেগে যেতে পারে৷(Tips to remove Holi colours from clothes)
advertisement
2/6
পোশাক থেকে দোলের রং তোলার জন্য সেগুলিকে ক্লোরিনমুক্ত ব্লিচে ভিজিয়ে রাখুন গরম জলে৷ তার পর সেগুলিকে কাচুন এবং শুকিয়ে নিন৷ তবে অন্য কাপড়ের সঙ্গে মেশাবেন না৷
advertisement
3/6
অর্ধেক কাপ সাদা ভিনিগার এবং ১ চামচ ডিটারজেন্ট নিন৷ এই মিশ্রণ মেশান ৩ লিটার জলে৷ তার পর তাতে রংমাখা কাপড় ভিজিয়ে রাখুন৷ কড়া দাগও মিলিয়ে যাবে অম্ল বা অ্যাসিডের প্রভাবে৷
advertisement
4/6
কাচ পরিষ্কার করে এমন স্প্রেও ব্যবহার করতে পারেন৷ অ্যামোনিয়া বেসড ওই তরল কাপড় থেকে রঙের দাগ তুলে দেবে৷ যে অংশে দাগ লেগেছে সেখানে স্প্রে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন৷ তার পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন৷
advertisement
5/6
দোলের রংমাখা কাপড় বেশি দিন ফেলে রাখবেন না৷ রং খেলা হয়ে গেলেই কাপড় কেচে ফেলুন৷ যত দেরি করবেন তত রং বসে যাবে৷
advertisement
6/6
ক্লোরিনযুক্ত ব্লিচ বা সাবান রঙিন কাপড়ে ব্যবহার করবেন না৷ তাহলে ফ্যাব্রিকের রং ম্লান হয়ে যাবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips to remove Holi colours from clothes : পোশাক থেকে দোলের রং তুলুন এই সহজ ঘরোয়া উপায়ে