Tips to Dry up Wet Clothes on a Rainy Day: বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকাতে নাজেহাল? রইল সহজ টিপস! মেঘলা ওয়েদারেও ভিজে কাপড় খটখটে!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tips to Dry up Wet Clothes on a Rainy Day: বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকানোর সবথেকে বড় শর্ত কাচার পর ভাল করে নিংড়ে চিপে নেওয়া। জল ভাল করে ঝরিয়ে নিলে জামাকাপড় শোকাতে সময় কম লাগবে।
advertisement
1/8

একেই ভ্যাপসা গরম ছিল। তার উপর রিমল রোষে বৃষ্টির তাণ্ডব চলছে। ফলে আর্দ্রতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। এরকম দিনে ভিজে জামাকাপড় শুকিয়ে তোলা গৃহিণীদের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement
2/8
বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকানোর সবথেকে বড় শর্ত কাচার পর ভাল করে নিংড়ে চিপে নেওয়া। জল ভাল করে ঝরিয়ে নিলে জামাকাপড় শোকাতে সময় কম লাগবে।
advertisement
3/8
বাড়িতে টেবিল ফ্যান থাকলে কাজে লাগান এরকম সময়ে। হ্যাঙারে ভেজা জামাকাপড় টাঙিয়ে টেবিল ফ্যানের সামনে রাখুন। ফ্যানের হাওয়ায় জামাকাপড় শুকিয়ে যাবে।
advertisement
4/8
কুল সেটিং অপশনে রাখুন হেয়ার ড্রায়ারকে। তার পর জামাকাপড় থেকে ৬ ইঞ্চি দূরে রাখুন ড্রায়ার। তার পর জামাকাপড় শুকিয়ে নিন। তবে ওভারহিটিং করবেন না।
advertisement
5/8
আধ শুকনো হয়ে এলে সেই জামাকাপড় ইস্ত্রি করে নিন। এতে একদিকে ভিজে জামাকাপড় শুকিয়ে যাবে। আবার কোনও রিঙ্কলও পড়বে না।
advertisement
6/8
তবে আয়রনিং বোর্ডের উপর শুকনো তোয়ালে রাখুন। তার উপর ভিজে জামাকাপড় রেখে সেটার উপর আরও একটা তোয়ালে দিন। তার পর ইস্ত্রি করুন।
advertisement
7/8
এ বার এভাবে ইস্ত্রি করলে ভিজে জামাকাপড়ে সরাসরি আয়রনিং করতে হবে না। আবার আর্দ্রতাও শুষে নেবে।
advertisement
8/8
বাড়িতে যদি ডিহিউমিডিফায়ার থাকে তাহলে ঘরের আর্দ্রতা কমিয়ে নিন। এতে সিলিং ফ্যানের বাতাসে জামাকাপড় শোকাতে সুবিধে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips to Dry up Wet Clothes on a Rainy Day: বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকাতে নাজেহাল? রইল সহজ টিপস! মেঘলা ওয়েদারেও ভিজে কাপড় খটখটে!