Remedies to Prevent Insects in Kitchen: রান্নাঘরে পিঁপড়ে-মাছি-আরশোলার জ্বালায় অতিষ্ঠ? পয়সা দিয়ে স্প্রে না কিনে পোকামাকড় দূর করুন খোসাপাতা দিয়েই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Remedies to Prevent Insects in Kitchen: বার বার পরিষ্কার করা হলেও অনেক সময়েই রান্নাঘর থেকে মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব যেতে চায় না।
advertisement
1/11

পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরের কোনও বিকল্প নেই। বাড়ির সকলের সুস্বাস্থ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বার বার পরিষ্কার করা হলেও অনেক সময়েই রান্নাঘর থেকে মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব যেতে চায় না।
advertisement
2/11
বাজারের রাসায়নিকের বদলে ব্যবহার করুন ঘরোয়া টোটকা। সহজেই দূর হবে মাছি এবং অন্যান্য পোকামাকড়। অর্গ্যানিক উপায় অনুসরণ করলে রান্নাঘরও পরিষ্কার থাকবে। আবার খাবারে রাসায়নিকের প্রভাবও পড়বে না।
advertisement
3/11
রান্নাঘরে পিঁপড়ের সমস্যা থাকলে তাদের আসা যাওয়ার পথে রেখে দিন শশার টুকরো। শশার গন্ধে দূর হবে পিঁপড়ের সমস্যা।
advertisement
4/11
পাতিলেবু, কমলালেবু বা আঙুরের প্রাকৃতিক তেল কীটপতঙ্গদের চূড়ান্ত না পসন্দ। জানালার পাল্লায় লেবুর খোসা ঘসে দিলে পোকামাকড়ের সমস্যা কমবে।
advertisement
5/11
সাদা ভিনিগার নানাভাবে পোকামাকড় দূরে রাখে। সম পরিমাণ জল ও ভিনিগার মিশিয়ে নিন। তার পর রান্নাঘরের নানা কোণে ছড়িয়ে ছিটিয়ে দিন। খোলা পাত্রে ভিনিগার রাখলে সেখানেও আটকে যাবে ফলের উপর এসে বসা কুনো মাছি।
advertisement
6/11
কফি বিনস গুঁড়ো করে রান্নাঘরের সর্বত্র ছড়িয়ে দিন। যেখানে যেখানে পিঁপড়ে আসা যাওয়া বন্ধ করতে এই টোটকা অব্যর্থ।
advertisement
7/11
দারচিনি গুঁড়ো করে ছড়িয়ে ছিটিয়ে দিন রান্নাঘরের সর্বত্র। এর কড়া গন্ধে কমবে পিঁপড়ের উপদ্রব।
advertisement
8/11
রান্নাঘর থেকে পোকামাকড় ও গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন পুদিনাপাতাও।
advertisement
9/11
সম পরিমাণে বোরাক্স ও চিনি মিশিয়ে ছড়িয়ে দিন রান্নাঘরের সর্বত্র। চিনির গন্ধে পোকামাকড় আকৃষ্ট হবে। বোরাক্সের প্রভাবে বিষক্রিয়ার শিকার হয় পোকামাকড়।
advertisement
10/11
পিপারমিন্ট, ইউক্যালিপ্টাস, টি ট্রি অয়েলের মতো এসেনশিয়াল অয়েলেও পোকামাকড়ের উপদ্রব বন্ধ করা যায়।
advertisement
11/11
ঘরোয়া টোটকার পাশাপাশি রান্নাঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নও রাখুন। নয়তো শুধু টোটকায় উপকার মিলবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Remedies to Prevent Insects in Kitchen: রান্নাঘরে পিঁপড়ে-মাছি-আরশোলার জ্বালায় অতিষ্ঠ? পয়সা দিয়ে স্প্রে না কিনে পোকামাকড় দূর করুন খোসাপাতা দিয়েই