TRENDING:

Remedies to Prevent Insects in Kitchen: রান্নাঘরে পিঁপড়ে-মাছি-আরশোলার জ্বালায় অতিষ্ঠ? পয়সা দিয়ে স্প্রে না কিনে পোকামাকড় দূর করুন খোসাপাতা দিয়েই

Last Updated:
Remedies to Prevent Insects in Kitchen: বার বার পরিষ্কার করা হলেও অনেক সময়েই রান্নাঘর থেকে মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব যেতে চায় না।
advertisement
1/11
রান্নাঘরে পিঁপড়ে-মাছি-আরশোলায় অতিষ্ঠ? স্প্রে নয়! পোকা দূর করুন খোসাপাতা দিয়েই
পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরের কোনও বিকল্প নেই। বাড়ির সকলের সুস্বাস্থ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বার বার পরিষ্কার করা হলেও অনেক সময়েই রান্নাঘর থেকে মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব যেতে চায় না।
advertisement
2/11
বাজারের রাসায়নিকের বদলে ব্যবহার করুন ঘরোয়া টোটকা। সহজেই দূর হবে মাছি এবং অন্যান্য পোকামাকড়। অর্গ্যানিক উপায় অনুসরণ করলে রান্নাঘরও পরিষ্কার থাকবে। আবার খাবারে রাসায়নিকের প্রভাবও পড়বে না।
advertisement
3/11
রান্নাঘরে পিঁপড়ের সমস্যা থাকলে তাদের আসা যাওয়ার পথে রেখে দিন শশার টুকরো। শশার গন্ধে দূর হবে পিঁপড়ের সমস্যা।
advertisement
4/11
পাতিলেবু, কমলালেবু বা আঙুরের প্রাকৃতিক তেল কীটপতঙ্গদের চূড়ান্ত না পসন্দ। জানালার পাল্লায় লেবুর খোসা ঘসে দিলে পোকামাকড়ের সমস্যা কমবে।
advertisement
5/11
সাদা ভিনিগার নানাভাবে পোকামাকড় দূরে রাখে। সম পরিমাণ জল ও ভিনিগার মিশিয়ে নিন। তার পর রান্নাঘরের নানা কোণে ছড়িয়ে ছিটিয়ে দিন। খোলা পাত্রে ভিনিগার রাখলে সেখানেও আটকে যাবে ফলের উপর এসে বসা কুনো মাছি।
advertisement
6/11
কফি বিনস গুঁড়ো করে রান্নাঘরের সর্বত্র ছড়িয়ে দিন। যেখানে যেখানে পিঁপড়ে আসা যাওয়া বন্ধ করতে এই টোটকা অব্যর্থ।
advertisement
7/11
দারচিনি গুঁড়ো করে ছড়িয়ে ছিটিয়ে দিন রান্নাঘরের সর্বত্র। এর কড়া গন্ধে কমবে পিঁপড়ের উপদ্রব।
advertisement
8/11
রান্নাঘর থেকে পোকামাকড় ও গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন পুদিনাপাতাও।
advertisement
9/11
সম পরিমাণে বোরাক্স ও চিনি মিশিয়ে ছড়িয়ে দিন রান্নাঘরের সর্বত্র। চিনির গন্ধে পোকামাকড় আকৃষ্ট হবে। বোরাক্সের প্রভাবে বিষক্রিয়ার শিকার হয় পোকামাকড়।
advertisement
10/11
পিপারমিন্ট, ইউক্যালিপ্টাস, টি ট্রি অয়েলের মতো এসেনশিয়াল অয়েলেও পোকামাকড়ের উপদ্রব বন্ধ করা যায়।
advertisement
11/11
ঘরোয়া টোটকার পাশাপাশি রান্নাঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নও রাখুন। নয়তো শুধু টোটকায় উপকার মিলবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Remedies to Prevent Insects in Kitchen: রান্নাঘরে পিঁপড়ে-মাছি-আরশোলার জ্বালায় অতিষ্ঠ? পয়সা দিয়ে স্প্রে না কিনে পোকামাকড় দূর করুন খোসাপাতা দিয়েই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল