TRENDING:

Makeup Tips|| মেকআপ করুন মাত্র ৫ মিনিটে! দীপাবলির আগেই শিখে নিন সহজ টেকনিক

Last Updated:
Easy makeup tips before Diwali 2022: কালীপুজোয় মেকআপ করুন, দক্ষ না হলেও হবে। তাই দীপাবলির আগে কিছু মেকআপ টিপস জেনে রাখা প্রয়োজন। যার সাহায্যে সহজেই মেকআপ সম্পূর্ণ করতে পারবেন আপনি। 
advertisement
1/7
মেকআপ করুন মাত্র ৫ মিনিটে! দীপাবলির আগেই শিখে নিন সহজ টেকনিক
*হাতে আর মাত্র দিন সাতেক। তারপরেই কালীপুজো এবং দীপাবলি আর সেটা শেষ হতে না হতেই ভাইফোঁটা। পুজোর পরে এ দিন ফের মন দিয়ে সাজবেন বঙ্গতনয়ারা। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
2/7
*কিন্তু যাঁরা সারা বছর হয়তো মেকআপের ধারেকাছেও যান না, তাঁরাও এ বার দীপাবলি এবং ভাইফোঁটাতে মেকআপ (Makeup Guide) করবেন। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
3/7
*কালীপুজোয় মেকআপ করুন, দক্ষ না হলেও হবে। তাই দীপাবলির আগে কিছু মেকআপ টিপস (Easy Makeup Tips) জেনে রাখা প্রয়োজন। যার সাহায্যে সহজেই মেকআপ সম্পূর্ণ করতে পারবেন আপনি। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
4/7
*এখনও সেভাবে শীত পরেনি। একটু গরমও থাকতে পারে। আবার মাঝেমধ্য়ে বৃষ্টিও হতে পারে। এমন আবহাওয়ায় যেমন তেমন করে মেকআপ করলেই হবে না। বরং মেকআপের আগে মুখকে প্রস্তুত করতেও হবে। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
5/7
*অতিরিক্ত মেকআপ ব্যবহার না করাই ভাল। না হলে মেকআপ উঠে যেতে খুব বেশি সময় লাগবে না। মেকআপের জন্য ব্যবহার করতে পারেন নানা ধরনের এবং নানা ব্র্যান্ডের প্রোডাক্ট। ক্রায়োলান, ফেসেস, কালারবার বা সুগার ফেস্টিভ রেডি কিট ব্যবহার করতে পারেন দীপাবলির মেকআপের জন্য। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
6/7
*প্রথমেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। মেকআপ করার আগে এটাই প্রথম কাজ। এ বার মুখে লাগান টোনার। লাগাতে হবে ময়শ্চারাইজার।ডিউই ফিনিশিং চাইলে ভিটামিন সি সিরাম লাগাতে পারেন। প্রতীকী ছবি সংগৃহীত। 
advertisement
7/7
*আপনার মুখ মেকআপের জন্য প্রস্তুত। এ বার মেকআপ শুরু করতে পারেন। অতিরিক্ত ঘাম হলে মেকআপ শুরুর আগে মুখে একটা বরফের টুকরো ঘষে নিতে পারেন। প্রতীকী ছবি সংগৃহীত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Makeup Tips|| মেকআপ করুন মাত্র ৫ মিনিটে! দীপাবলির আগেই শিখে নিন সহজ টেকনিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল