Kitchen Hacks: বাসন থেকে আঁশটে গন্ধ যাচ্ছেই না? এই জিনিস দিয়ে মাজুন, সব দুর্গন্ধ দূর হবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kitchen Hacks: সাবান দিয়ে ধুলে অনেক সময়েই বাসন আঁশটে ও বোঁটকা গন্ধ থেকে যায়। তাই জেনে রাখুন কিছু টোটকা।
advertisement
1/8

ভারতীয় খাবার মানেই আদা পেঁয়াজ রসুন এবং নানারকম মশলা। এই উপাদানে রান্নার স্বাদ অসাধারণ হয় ঠিকই। কিন্তু অনেক সময়েই বাসন থেকে গন্ধ যেতে চায় না।
advertisement
2/8
শুধুমাত্র সাবান দিয়ে ধুলে অনেক সময়েই বাসন আঁশটে ও বোঁটকা গন্ধ থেকে যায়। তাই জেনে রাখুন কিছু টোটকা।
advertisement
3/8
বাসন সাবানে ধোয়ার পর মাখিয়ে রাখুন বেকিং সোডা। তার পর ধুয়ে নিন ভাল করে। বাসন থেকে গন্ধ চলে যাবে।
advertisement
4/8
অম্লতার কারণে লেবুও বাসন থেকে গন্ধ দূর করে। লেবুর রস বা লেবুর খোসা যে কোনও উপাদান দিয়ে বাসন পরিষ্কার করতে পারেন।
advertisement
5/8
বাসন ধুয়ে নিন জলে ভিনিগার মিশিয়ে। তাহলে বাসন পরিষ্কার হবে। গন্ধও চলে যাবে।
advertisement
6/8
দারচিনি ফোটানো জল বা দারচিনির গুঁড়ো দিয়ে বাসন মাজলেও গন্ধ থেকে মুক্তি পােবন।
advertisement
7/8
জলে মিশিয়ে নিন কফি পাউডার। তার পর সেই মিশ্রণ দিয়ে বাসন ধুয়ে নিন। চলে যাবে আঁশটে গন্ধ।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks: বাসন থেকে আঁশটে গন্ধ যাচ্ছেই না? এই জিনিস দিয়ে মাজুন, সব দুর্গন্ধ দূর হবে