Brass Utensils Cleaning Tips: ঘরোয়া জিনিসেই নিমেষে চকচকে পুরনো কাঁসা পিতলের বাসন! জানুন টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Brass Utensils Cleaning Tips: কাঁসা পিতলের বাসন ঝকঝকে তকতকে করে রাখার একাধিক উপায় আছে। সেগুলি পালন করলে আপাত দুঃসাধ্য কাজও হয়ে ওঠে সহজ। ঘরোয়া উপকরণেই সম্ভব বাসন চকচকে করে তোলা
advertisement
1/8

কাঁসা পিতলের বাসন রোজ ব্যবহার করা না হলেও প্রত্যেক বাড়িতেই পরম যত্নে রাখা থাকে এরকম একরাশ বাসন। পুজোপাঠ বা বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে সেগুলি ব্যবহার করা হয়।
advertisement
2/8
কাঁসা পিতলের বাসন ঝকঝকে তকতকে করে রাখার একাধিক উপায় আছে। সেগুলি পালন করলে আপাত দুঃসাধ্য কাজও হয়ে ওঠে সহজ। ঘরোয়া উপকরণেই সম্ভব বাসন চকচকে করে তোলা।
advertisement
3/8
লেবু কেটে নিন। তার পর ওই লেবুর টুকরো নুনে ডুবিয়ে সেটা বুলিয়ে নিন বাসনে। তার পর ভাল করে ধুয়ে ফেলুন। চোখের নিমেষে মনে হবে নতুন বাসন আপনার সামনে হাজির।
advertisement
4/8
সাদা ভিনিগার ও ময়দা মিশিয়ে নিন। তৈরি করুন মসৃণ পেস্ট। তার পর সেই প্রলেপ দিন বাসনের গায়ে। ১৫-২০ মিনিট রেখে উষ্ণ জলে ভাল করে ধুয়ে ফেলুন। শুকনো করে মুছে নিন কিচেন ন্যাপকিন দিয়ে।
advertisement
5/8
বেকিং সোডা বাসন পরিষ্কারে অতুলনীয়। সমপরিমাণ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। কাঁসা পিতলের বাসনে ওই মিশ্রণ মাখিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
advertisement
6/8
নরম কাপড় বা স্পঞ্জে নিন অল্প একটু টম্যাটো কেচআপ। তার পর সেটা দিয়ে কাঁসা পিতলের বাসন মেজে নিন। কেচআপের আম্লিক ভাব পরিষ্কার করে তুলবে বাসনের মলিনতা।
advertisement
7/8
সমপরিমাণে তেল ও ভিনিগারের মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণে পাতলা নরম কাপড় ডুবিয়ে বাসন পরিষ্কার করে নিন। একদন নতুনের মতো চকচক করবে কাঁসা পিতলের বাসন।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Brass Utensils Cleaning Tips: ঘরোয়া জিনিসেই নিমেষে চকচকে পুরনো কাঁসা পিতলের বাসন! জানুন টোটকা