Mango Polao: মরশুমি মিষ্টি আমের স্বাদ এবার পোলাওতে! বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন নতুন ধরনের পোলাও
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Aam Polao: বিভিন্ন উৎসব আয়োজনে রকমারি পদের খাবার না হলে চলেই না আমাদের। খুব সহজ উপায়ে এবার বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু আম পোলাও।
advertisement
1/7

খাদ্যরসিক বাঙালিদের খাবারে রকমারি আয়োজন দেখা যায়। বাসন্তী পোলাও থেকে কাশ্মীরি পোলাও তো হল, কিন্তু আম দিয়ে পোলাও খেয়েছেন কখনও? না খেলে নিজেই বানিয়ে খেয়ে নিন বাড়িতে।
advertisement
2/7
বিভিন্ন উৎসব আয়োজনে রকমারি পদের খাবার না হলে চলেই না আমাদের। খুব সহজ উপায়ে এবার বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু আম পোলাও।
advertisement
3/7
আম পোলাও প্রস্তুত করতে উপকরণ হিসাবে চাল, গরম জল, লবণ, পাকা আম, ১টি আপেল, আঙুর, কমলা, ৫০ গ্রাম আনারস, ২০ গ্রাম খেজুর, ১০-১৫টি কাজুবাদাম, কাঠবাদাম, কিশমিশ, দুধ, ঘি প্রয়োজন।
advertisement
4/7
প্রথমেই একটি সসপ্যানে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে তাতে পোলাওর চাল আধা সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। এবার ফলগুলির টুকরো করে নিন।
advertisement
5/7
তারপর সসপ্যানে আধা কাপ ঘি দিয়ে তাতে বাদাম ও কিশমিশ হালকা ভেজে একটি বাটিতে তুলে রাখুন। টুকরো করে রেখে দেয়া ফলে অল্প পরিমাণ চিনি ছিটিয়ে দিয়ে তা ভেজে নিন।
advertisement
6/7
সসপ্যানে অল্প পরিমাণ ঘি দিয়ে এতে আধা সেদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিন। এবার ভেজে রাখা বাদাম ও তরল দুধে চিনি দিয়ে ১০-১৫ মিনিটের মতো উনানে রাখুন।
advertisement
7/7
এরপর সসপ্যান থেকে ঢাকনা তুলে তাতে গোলাপজল ও রেখে দেয়া ফলগুলো কিছুটা মিশিয়ে নিয়ে পছন্দসই সাজিয়ে পরিবেশন করুন আম-পোলাও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mango Polao: মরশুমি মিষ্টি আমের স্বাদ এবার পোলাওতে! বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন নতুন ধরনের পোলাও