Easy Cleaning of Brass Utensils: সহজ টোটকায় ঝকেঝকে হবে পিতলের বাসন! জেদি দাগ তুলতে আর নাজেহাল হবেন না, রান্নাঘরের এই ২টো জিনিসে পাবেন উপকার
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
Last Updated:
North Dinajpur News: এমন পরিষ্কার হবে পিতলের বাসন যে মুখ দেখতে পারবেন৷
advertisement
1/5

পুজোর ভোগ দেওয়া হোক কিংবা খাবার পরিবেশন এখনও বহু বাড়িতে পিতলের বাসন ব্যবহার করা হয়। শুভ আচার অনুষ্ঠান বা আর অতিথি আপ্যায়নের জন্য পিতলের থালা বাটির ব্যবহার হয়ে থাকে প্রায় বাড়িতে।(পিয়া গুপ্তা)
advertisement
2/5
তবে পিতলের বাসনপত্রের বড় সমস্যা হল কালচে রঙের হয়ে যায়। যা দেখতে একেবারেই ভাল লাগেনা। এই কালচে রং সাবান জল দিয়ে পরিষ্কার করলেও সহজে পরিষ্কার হয় না।
advertisement
3/5
তবে খুব সহজে এই দুটো জিনিস দিয়ে পিতলের কালো বাসন নিমিষেই পরিষ্কার করতে পারবেন। এর জন্য প্রয়োজন পাকা তেঁতুল ।
advertisement
4/5
তেঁতুল ভিজিয়ে রেখে তারপর সেই তেঁতুল দিয়ে পিতলের বাসন পরিষ্কার করুন । মাত্র ১০ মিনিটের মধ্যেই চকচকে হয়ে যাবে আপনার পুরনো পিতলের বাসন।
advertisement
5/5
শুধু তেঁতুলই নয়, পিতলের বাসনের দাগ দূর করতে বেকিং সোডা ও ভীষণ কার্যকরী। কয়েক ফোটা লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পিতলের বাসন পরিষ্কার করে ,তারপর সেটা ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ব্যস চট জলদি আপনার বাসনের কালচে ভাব দূর হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Cleaning of Brass Utensils: সহজ টোটকায় ঝকেঝকে হবে পিতলের বাসন! জেদি দাগ তুলতে আর নাজেহাল হবেন না, রান্নাঘরের এই ২টো জিনিসে পাবেন উপকার