Black Head Removal Tips at Home: চাঁদপানা মুখে নাকে কালো ছোপ! গুড়ি গুড়ি কালো দাগ গোড়া থেকে উপড় দেবে এই ঘরোয়া টোটকা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
নাকের উপরে এবং ঠোঁটের নিচে ত্বকের রোমের ফলিকল তেল, মৃত কোষ ও ব্যাকটেরিয়া দ্বারা বদ্ধ হয়ে থাকে, সেটাই ব্ল্যাকহেডস।
advertisement
1/6

ব্ল্যাকহেডস যা নাকের ওপর বা ঠোঁটের নীচে ময়লা জমে তৈরি হয়। এটি থাকলে যেমন দেখতে অসুন্দর ঠিক তেমনি অস্বস্তিকর বটে।
advertisement
2/6
এর সময়ময় সঠিকভাবে পরিচর্যা না করলে ত্বকে নানা সমস্যা বাড়তেই থাকে। এ ছাড়া যাদের ত্বক তৈলাক্ত, তাদের সমস্যা আরো বেশি।
advertisement
3/6
নাকের উপরে এবং ঠোঁটের নিচে ত্বকের রোমের ফলিকল তেল, মৃত কোষ ও ব্যাকটেরিয়া দ্বারা বদ্ধ হয়ে থাকে, সেটাই ব্ল্যাকহেডস। পার্লারে গিয়ে তুলতে চাইলে তা সময়সাপেক্ষ, আবার খরচ অনেকটাই। টপিক বেশ কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যা সমাধান করতে পারবেন।
advertisement
4/6
মুখ ভালোভাবে ধুয়ে নিয়ে অর্ধেক লেবুর রস, এক চামচ টুথপেস্ট ও হাফ চামচ হলুদগুঁড়ো একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নাকের ব্ল্যাকহেডসের ওপর মিশ্রণটি ৩০ মিনিট লাগিয়ে শুকিয়ে গেলে অল্প করে জল দিয়ে হালকা ঘষে নিন। এভাবেই কিছুদিন পর ভাল ফল পাবেন।
advertisement
5/6
চিকিৎসক অনুপম ভট্টাচার্য জানান, ব্ল্যাকহেডস দূর করতে বেশ কার্যকরী মধু ও ডিম এই দুই উপাদান। এক চা চামচ মধুর সঙ্গে ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারলে উপকার পাবেন।
advertisement
6/6
দুই টেবিল চামচ দুধ-এর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস নিন। তাতে সামান্য লবণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ব্ল্যাকহেডসের ওপর লাগিয়ে নিন এবং আলতোভাবে ঘষে নিয়ে এরপর ধুয়ে ফেলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Black Head Removal Tips at Home: চাঁদপানা মুখে নাকে কালো ছোপ! গুড়ি গুড়ি কালো দাগ গোড়া থেকে উপড় দেবে এই ঘরোয়া টোটকা