TRENDING:

Durga Puja Travel Plan: জঙ্গলের নিস্তব্ধতায় উচ্ছ্বল তিস্তার নাচ-গান! এবার পুজোয় খুব কম খরচে একান্তযাপনের ঠিকানা, জানুন

Last Updated:
Durga Puja Travel Plan: পুজোর মরসুমে ঘুরতে যেতে ইচ্ছে করলেও পকেটের কথা ভাবছেন? খুবই কম খরচে মন ভাল করা ডুয়ার্সের কাছেপিঠে টুরিস্ট স্পটের খোঁজ রইল।
advertisement
1/8
জঙ্গলের নিস্তব্ধতায় উচ্ছ্বল তিস্তার নাচ-গান! পুজোয় ঘুরে আসুন আনন্দমঠে, কোথায়?
পুজোর মরসুমে ঘুরতে যেতে ইচ্ছে করলেও পকেটের কথা ভাবছেন? খুবই কম খরচে মন ভাল করা ডুয়ার্সের কাছেপিঠে টুরিস্ট স্পটের খোঁজ রইল। ঘুরতে যাওয়া মানে সুন্দর পরিবেশ উপভোগের পাশাপাশি পেট পুরে খাওয়া দাওয়া।
advertisement
2/8
আর এই সব কিছুই মিলতে পারে জলপাইগুড়ির ডুয়ার্সংলগ্ন আনন্দমঠে। এখানে এলেই পেয়ে যাবেন তিস্তার প্রাকৃতিক সৌন্দর্য, ঘন জঙ্গলের রোমাঞ্চ, গা ছমছমে ঐতিহাসিক কাহিনী, ঐতিহ্য আর ঐতিহাসিক গল্পের ছোঁয়া।
advertisement
3/8
অল্প খরচের মধ্যে জঙ্গল তিস্তার প্রাকৃতিক হাওয়া এবং গ্রাম্য খাওয়া-দাওয়া পেতে হলে পুজোর চারটে দিন এখানে রাত কাটাতে পারেন। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে হাজার কৌতূহল...এমন রোমাঞ্চকর জায়গায় রাত্রিযাপন মানেই আপনার পুজোটা ভালই কাটবে।
advertisement
4/8
জলপাইগুড়ি বোদাগঞ্জ সংলগ্ন গৌরিকোন পর্যটন কেন্দ্র অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্পট। এরই কাছে রয়েছে তবু সুলভ মূল্যে থাকা খাওয়ার সেরা ঠিকানা আনন্দমঠ। দোসর হতে পারে গা ছমছম করা কাহিনী দেবী চৌধুরানীর কাহিনী।
advertisement
5/8
ভাবছেন কীভাবে যাবেন? খরচাই বা কত?
advertisement
6/8
জলপাইগুড়ি রোড স্টেশন থেকে জন প্রতি মাত্র ১০০ টাকা খরচে পৌঁছে যেতে পারবেন এই গন্তব্যস্থলে। গ্রাম্য পরিবেশের অনুভূতির সঙ্গে থাকবে গ্রাম্য খাওয়া দাওয়া।
advertisement
7/8
পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্র হিসেবে ঘুরে দেখতে পারেন ভোরের আলো, বোদাগঞ্জের ভ্রামরী দেবী মন্দির, বৈকুন্ঠপুর জঙ্গল।
advertisement
8/8
স্বল্প খরচে থাকা খাওয়ার এই ব্যবস্থা রাজ্য সরকারের উদ্যোগে গ্রাম উন্নয়ন প্রকল্পের অংশ, যার নাম হল এই আনন্দমঠ। (রিপোর্টার-- সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Travel Plan: জঙ্গলের নিস্তব্ধতায় উচ্ছ্বল তিস্তার নাচ-গান! এবার পুজোয় খুব কম খরচে একান্তযাপনের ঠিকানা, জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল