TRENDING:

Durga Puja Special: চোখ থেকে ঠোঁট...পুজোর ক'দিন কেমন মেক-আপ? কীভাবে হয়ে উঠবেন 'টক অফ দ্য টাউন'? রইল সেরা টিপস

Last Updated:
পুজোর ক'টা দিন আপনার 'লুক' হওয়া চাই নজরকাড়া! কীভাবে হয়ে উঠবেন 'টক অফ দ্য টাউন'? রইল হাতেগরম টিপস-
advertisement
1/6
চোখ থেকে ঠোঁট...পুজোর ক'দিন কেমন মেক-আপ? কীভাবে হয়ে উঠবেন 'টক অফ দ্য টাউন'?
দুর্গাপুজো মানেই প্যান্ডেলে ঘোরা, নতুন জামা-জুতো, খানাপিনা, দেদার ফূর্তি-আনন্দ-মজা ! অঞ্জলি দেওয়া থেকে শুরু করে সিঁদুর খেলা, ঠাকুর দেখা কিংবা ঘরোয়া আড্ডা... পুজোর ক'টা দিন আপনার 'লুক' হওয়া চাই নজরকাড়া! কীভাবে হয়ে উঠবেন 'টক অফ দ্য টাউন'? রইল হাতেগরম টিপস--
advertisement
2/6
ছিমছাম সাজে বলিউডি ছোঁয়া: এই ধরনের সাজের জন্য প্রথমে একটি ডিউয়ি বা গ্লোয়িং বেস করে নিতে হবে। তবে স্কিন যেন ন্যাচারাল দেখায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর সঙ্গে মিলিয়ে পিচ অথবা ন্যুড ব্লেন্ডেড আই মেক-আপ করতে পারেন। এরপর সরু করে আইলাইনার, কাজল এবং মাস্কারা লাগিয়ে নিলেই চোখের মেক-আপ কমপ্লিট! সব শেষে ঠোঁটে গ্লস অথবা মভ ম্যাট লিপকালার লাগিয়ে নিলেই কেউ আর চোখ ফেরাতে পারবে না!
advertisement
3/6
স্লিক এবং স্টাইলিশ সাজ: প্রথমে বেশ উজ্জ্বল অথচ ফ্ল-লেস বেস করে নিন। এর পর চোখের উপরের দিকে ব্রাউনের সঙ্গে ন্যুড শেডের আইশ্যাডো ভাল করে ব্লেন্ড করে লাগান। সরু করে উইঙ্গড স্টাইলে আইলাইনার দিয়ে চোখ আঁকতে হবে। এবার ঘন করে চোখের পাতায় মাস্কারা দিলেই চোখের সাজ কমপ্লিট। এবার ব্যবহার করুন হাইলাইটার। এই ধরনের মেক-আপের সঙ্গে ব্রাউন অথবা ন্যুড লিপশেড পারফেক্ট।
advertisement
4/6
ঠোঁটে লাগুক লালের ছোঁয়া: চোখের মেক-আপ ভারী হতে হবে। হালকা প্রাইমার এবং উজ্জ্বল ফাউন্ডেশন দিয়ে মুখের বেস তৈরি করে নিন। এর সঙ্গে বেছে নিন উজ্জ্বল রঙের আইশ্যাডো। তারপর কাজল, আইলাইনার দিয়ে চোখ এঁকে চোখের পাতায় ঘন করে মাস্কারা লাগিয়ে নিন। চোখের তলার দিকেও মোটা করে কাজল দিলে দারুণ মানাবে। এর পর গালে অল্প করে ব্লাশ এবং হাইলাইটার টপ দিয়ে নিতে হবে। সব শেষে ঠোঁট রাঙিয়ে নিন লাল লিপস্টিকে।
advertisement
5/6
সাজে সোনার আভা: গোল্ডেন গ্ল্যাম মেক-আপ সকলেরই নজর কেড়ে নিতে পারে। ঝলমলে কোনও আউটফিট কিনে থাকলে এই মেক-আপ একেবারে পারফেক্ট। প্রথমে উজ্জ্বল বেস করে নিন। চোখের জন্য বেছে নিতে হবে গোল্ডেন মেক-আপ। এর পর ব্যবহার করুন কাজল এবং মাস্কারা। গালে লাগিয়ে নিন গোল্ডেন হাইলাইটার। 
advertisement
6/6
স্মোকি আই-এর জাদু: স্মোকি আই মেক-আপ বরাবরই জনপ্রিয়তার তুঙ্গে। প্রাইমার, ফাউন্ডেশন এবং সেটিং পাউডার ব্যবহার করে একটা ছিমছাম বেস করে নিন। তার পর কোল এবং কালো আইশ্যাডো ব্যবহার করে চোখের মেক-আপ ভাল করে ব্লেন্ড করে নিন। এবার আইলাইনার দিয়ে উইঙ্গড আই আঁকতে হবে। নীচের দিকেও পরে নিন কাজল। ঘন করে মাস্কারা লাগাতে ভুলবেন না। চোখের মেক-আপে শেষ করতে মেটালিক ফিনিশ দিন। গালে ব্লাশ না লাগানোই ভাল। ঠোঁটে লাগিয়ে নিন ন্যুড শেডের লিপস্টিক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Special: চোখ থেকে ঠোঁট...পুজোর ক'দিন কেমন মেক-আপ? কীভাবে হয়ে উঠবেন 'টক অফ দ্য টাউন'? রইল সেরা টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল