TRENDING:

Durga Puja Special: পুজোর আগে ঘর সাজানোর পালা, কোন ঘরের জন্য কেমন ডিজাইনের পর্দা কিনবেন?

Last Updated:
পর্দা কেনা বা বানানোর আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ঘরের মাপ এবং সাজসজ্জার থিম অনুযায়ী পর্দা বাছতে হবে!  কেমন ঘরের জন্য কেমন পর্দা আদর্শ?
advertisement
1/5
পুজোর আগে ঘর সাজানোর পালা, কোন ঘরের জন্য কেমন ডিজাইনের পর্দা কিনবেন?
পুজোর মরশুম এসেই গেল! দুর্গাপুজো, লক্ষীপুজো, কালীপুজো, ভাইফোঁটা... বাঙালির ঘরে উৎসবের বন্যা! এই পুজোর মরশুমে শুধু নিজেকেই নয়, বাড়িকেও নতুনভাবে সাজিয়ে তুলুন! বাড়িকে নয়া লুক দেওয়ার কথা উঠলেই প্রথম আমাদের মাথায় আসা নতুন পর্দার কথা! পর্দা শুধু আব্রুর কাজ করে, তা নয়। ঘরের সৌন্দর্যেও একটা আলাদা মাত্রা যোগ করে। কিন্তু পর্দা কেনা বা বানানোর আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ঘরের মাপ এবং সাজসজ্জার থিম অনুযায়ী পর্দা বাছতে হবে!  কেমন ঘরের জন্য কেমন পর্দা আদর্শ?
advertisement
2/5
পুজোর আগে ঘর সাজানোর পালা, কোন ঘরের জন্য কেমন ডিজাইনের পর্দা কিনবেন?
আইলেট কার্টেন: এই ধরনের পর্দায় থাকে রিঙ্গড প্যানেল যা গ্রোমেটস নামে পরিচিত। পর্দার একেবারে উপরের দিকের কাপড়ে সাধারণত রিঙগুলো লাগানো থাকে। তবে এই ধরনের পর্দার ক্ষেত্রে পর্দার রডটি অনেকটা বেরিয়ে থাকে। ফলে পর্দার রডটিও হতে হবে মানানসই। কাঠ অথবা ধাতব কার্টেন রড ব্যবহার করতে পারেন। নানা ধরনের ফেব্রিক, রং এবং প্যাটার্নে পাওয়া যায় রিঙ্গ-টপ কার্টেন।
advertisement
3/5
পকেট কার্টেন:পকেট কার্টেন সাধারণত হালকা ওজনের কাপড় দিয়ে তৈরি হয়। সুতি অথবা লিনেনের পকেট কার্টেন ঘরের ক্যাজুয়াল লুক আনে। পর্দার কাপড়ের উপরের দিকের ব্যাক প্যানেলে থাকা পকেট দিয়ে অনায়াসে ঢুকে যেতে পারে কার্টেন রডটি। রাজকীয় লুক আনতে পর্দায় রাফেল বা কুচি যোগ করতে পারেন।
advertisement
4/5
প্লিটেড কার্টেন: প্লিটেড কার্টেন হল পর্দার ক্লাসিক স্টাইল। এটি বেশ ফর্ম্যালও বটে! তাই বসার ঘরে এই পর্দা লাগালে দেখতে ভাল লাগে। এই পর্দায় আটকে দিতে হবে হ্যাঙ্গিং হুক, তার পর কার্টেন রডে ঝোলানো হবে পর্দা। পর্দার প্যানেলের একেবারে উপরের দিকে প্লিট সেলাই করা হয়ে থাকলে পর্দার সৌন্দর্য দুগুণ হয়।
advertisement
5/5
ট্যাব কার্টেন: ট্যাব কার্টেনের ক্ষেত্রে পর্দার একেবারে উপরের অংশে ওই ফেব্রিক ব্যবহার করেই লুপ সেলাই করা থাকে। এই ট্যাব থেকেই ঝুলে থাকে প্যানেলটি। মূলত ফেব্রিক প্রিন্ট এবং প্যাটার্ন প্রদর্শন করার জন্য একেবারে আদর্শ এই পর্দাগুলি। ফ্লোরাল, চেক, স্ট্রাইপ, ব্লক প্রিন্ট এবং আরও নানা ধরনের প্রিন্টে ঘরের ভোলবদল করতে পারেন। 
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Special: পুজোর আগে ঘর সাজানোর পালা, কোন ঘরের জন্য কেমন ডিজাইনের পর্দা কিনবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল