Weekend Trip: পুজোয় একদিনের রাজা-রানি হতে চান? রাজকীয় খানা-পিনাও মিলবে, কলকাতার কাছেই 'এই' রাজবাড়ি থেকে ঘুরে আসুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: পুজোয় রাজকীয়ভাবে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন বাওয়ালি রাজবাড়ি। দক্ষিণ ২৪ পরগনার এই রাজবাড়ি কলকাতা থেকে মাত্র ৩৫ থেকে ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে গিয়ে একদিনের রাজা সাজতে পারেন আপনি।
advertisement
1/6

*বজবজ, নবাব মল্লিক: এই পুজোয় রাজকীয়ভাবে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন বাওয়ালি রাজবাড়ি। দক্ষিণ ২৪ পরগনার এই রাজবাড়ি কলকাতা থেকে মাত্র ৩৫ থেকে ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে গিয়ে একদিনের রাজা সাজতে পারেন আপনি।
advertisement
2/6
*মণ্ডল পরিবারের এই ঐতিহাসিক রাজবাড়ি কালের নিয়মে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। কিন্তু সেটিকে পুনরায় সংস্কার করে বর্তমানে একটি রিসর্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। বর্তমানে এখানে সমস্ত সুবিধা মেলে।
advertisement
3/6
*রাজবাড়ির ভিতর চড়ুইভাতি করার জন্য বিভিন্ন রকম খরচ রয়েছে। রাজবাড়ি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যেতে হয় এখানে, রয়েছে থাকা, খাওয়া ও রাত্রিযাপনের বন্দোবস্ত।
advertisement
4/6
*আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারই মেলে এখানে। এখানকার খাবারের গুণমান খুবই ভাল। বর্তমানে এই রাজবাড়ি হেরিটেজ রিসর্ট।
advertisement
5/6
*পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর বিয়ের আয়োজনের পর থেকে বেশ খ্যাতি পেয়েছে এই স্থানটি। এখন অনেক পর্যটকই আসেন এখানে। এখানের সবকিছুতেই পাবেন রাজকীয়তার ছোঁয়া।
advertisement
6/6
*তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন বাওয়ালি রাজবাড়ি থেকে। এই বাওয়ালির রাজবাড়ির কাছে আরও অনেক জায়গা রয়েছে। রাজবাড়ির কাছেই রয়েছে বাওয়ালি গুপ্ত বৃন্দাবনধাম মন্দির সেখান থেকেও ঘুরে আসতে পারেন আপনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: পুজোয় একদিনের রাজা-রানি হতে চান? রাজকীয় খানা-পিনাও মিলবে, কলকাতার কাছেই 'এই' রাজবাড়ি থেকে ঘুরে আসুন