TRENDING:

Durga Puja Interior: পুজোর আগে বাড়িকে দিন 'মেকওভার', নিয়ে আসুন এই ৮ টা 'ইনডোর প্লান্ট', চোখের শান্তি, মনের আরাম...

Last Updated:
ব্যস্ত জীবনে এমন কিছু গাছ বেছে নিন, যেগুলির তেমন পরিচর্যা প্রয়োজন পড়ে না, অথচ বাড়িতে এনে দেয় মন-ভাল করা সবুজ পরশ! তালিকায় কোন কোন গাছ রাখবেন?
advertisement
1/9
পুজোর আগে বাড়িকে দিন 'মেকওভার', নিয়ে আসুন এই ৮ টা 'ইনডোর প্লান্ট'
পুজোর প্রসঙ্গে ফুল বললেই পদ্ম, কাশ আর গাছ বললে শিউলির কথা মাথায় আসবে বাঙালির। অনেকে বলতেই পারেন, পুজোয় ঘর সাজাতে হলে ফুলগাছই সেরা। কিন্তু একইসঙ্গে মাথায় রাখতে হবে ফুলগাছ দেখভালের ঝঞ্ঝাট বিস্তর। কাজেই ব্যস্ত জীবনে এমন কিছু গাছ বেছে নিন, যেগুলির তেমন পরিচর্যা প্রয়োজন পড়ে না, অথচ বাড়িতে এনে দেয় মন-ভাল করা সবুজ পরশ! তালিকায় কোন কোন গাছ রাখবেন?
advertisement
2/9
অ্যালোভেরা--ঘন, ঝাঁকড়া গাছ চাইলে এও লা-জবাব। বাড়তি পাওনা ঔষধি গুণ।
advertisement
3/9
জেড প্ল্যান্ট--অবহেলাতেও বাড়ে, রোজ জল দেওয়ারও দরকার নেই। এক কোণে পড়ে থাকলেও চিকন সবুজ পাতার বাহার মন মাতাবেই।
advertisement
4/9
পটহোজ--পানের মতো দেখতে হালকা সবুজ বড় পাতা অনেক দিন ধরেই বাঙালির গৃহসজ্জার অঙ্গ। শেলফ থেকে ঝুলিয়ে দিতে পারেন, রাখতে পারেন ঘরের কোণে টবেও।
advertisement
5/9
স্পাইডার প্ল্যান্ট--ঘরের এক কোণে একটা টেবিলের উপরে বা ঝাড়বাতির মতো সিলিং থেকে ঝুলিয়ে রাখতে পারেন। ঝাঁকড়া, ঘন পাতার বাহার ঘরের মেজাজ বদলে দেবে নিমেষে।
advertisement
6/9
পিস লিলি--পুজোর দিনে চালচিত্রের মতো জেগে থাকবে এর বড় সাদা ফুল, মৃদু সুবাস বার বার জানান দেবে ভাল থাকার কথা।
advertisement
7/9
চাইনিজ এভারগ্রিন--পাতাবাহারকে আমরা কে না চিনি! বাঙালি বাড়ির গাছের সাজে একে অবহেলা করা যায় না মোটেই। সবুজ-লালে ঘর রাঙাবে এই গাছ।
advertisement
8/9
রবার প্ল্যান্ট--একটা টবে ঘরের এক কোণে রেখে দিলেই হল! বড়-বড় পাতা পাতা আর উচ্চতা নিয়ে সবার নজর কাড়তে এই গাছের বিকল্প নেই।
advertisement
9/9
পার্লার পাম--বিউটি পার্লার, হোটেলের লবি, রেস্তরাঁয় এই গাছ দেখেছি সবাই। গৃহসাজে এর কদরই সবচেয়ে বেশি। হবে না-ই বা কেন! ঘন ঘন জল দেওয়ার দরকারও যে পড়ে না!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Interior: পুজোর আগে বাড়িকে দিন 'মেকওভার', নিয়ে আসুন এই ৮ টা 'ইনডোর প্লান্ট', চোখের শান্তি, মনের আরাম...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল