Durga Puja Travel Destination: এবার পুজোর ছুটিতে ঘুরে আসুন এই অফবিট পাহাড়ি গ্রামে! খুব সস্তার সফর, ফিরতে মন চাইবে না
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
North Bengal Tourism: গ্রামের যেকোনও হোমস্টে- র বারান্দায় বসলে দেখা যাবে দিগন্ত বিস্তৃত পাহাড়। একদিকে খাদ। গ্রামকে ঘিরে রয়েছে পাইন, ফার, ওক গাছের সারি।
advertisement
1/5

কালিম্পঙ জেলার ছবির মতো সুন্দর পাহাড়ি জনপদ হল কোলাখাম। মার্কেটিংয়ের বাজারে জনপ্রিয় না হলেও জেলার সবচেয়ে বেশি সুন্দর এই জায়গাটি। এই গ্রামের পশ্চিমদিকে কাঞ্চনজঙ্ঘা।
advertisement
2/5
যে কোনও হোমস্টে- র বারান্দায় বসলে দেখা যাবে দিগন্ত বিস্তৃত পাহাড়। একদিকে খাদ। গ্রামকে ঘিরে রয়েছে পাইন, ফার, ওক গাছের সারি। পাখির কলরবে এলাকা মুখর থাকে সব সময়।
advertisement
3/5
পর্যটকের ভিড় নেই বললেই চলে। কলাখাম থেকেই বরফ ঢাকা পাহাড় দেখা যায়। গ্রামজুড়ে রয়েছে ফুলের সারি। গ্রামে রয়েছে অপূর্ব ছাঙ্গে ফলস।
advertisement
4/5
শিলিগুড়ি জংশন থেকে গাড়ি রিজার্ভ বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ১১৫ কিলোমিটার দূরের এই জনপদে পৌঁছতে পারেন। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে এই গ্রামে পৌঁছনো যায়।
advertisement
5/5
আবার কালিম্পং থেকে শেয়ারেও গাড়ি পাওয়া যায়। কাঞ্চনকন্যায় এলে প্রান্তিক স্টেশন নিউ মাল জংশন স্টেশনে নামতে পারেন। সেখান থেকে কলাখাম যেতে পারেন। দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার। সেখান থেকেও যেতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Travel Destination: এবার পুজোর ছুটিতে ঘুরে আসুন এই অফবিট পাহাড়ি গ্রামে! খুব সস্তার সফর, ফিরতে মন চাইবে না