TRENDING:

Durga Puja Art: জীবনে নেমে আসছিল অন্ধকার, এই দুর্গাপুজোতেই নতুন রঙে স্বপ্ন আঁকছেন অঙ্কন শিল্পীরা

Last Updated:
নিত্যনতুন থিমে সাজবে একের পর এক মণ্ডপ, দর্শনার্থীদের আকর্ষণ করবে অভিনব শিল্পকর্ম। 
advertisement
1/6
জীবনে নেমে আসছিল অন্ধকার, এই দুর্গাপুজোতেই নতুন রঙে স্বপ্ন আঁকছেন অঙ্কন শিল্পীরা
আর মাত্র কয়েকদিন পরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্যান্ডেল সাজানোর তোড়জোড় শুরু হয়েছে। নিত্যনতুন থিমে সাজবে একের পর এক মণ্ডপ, দর্শনার্থীদের আকর্ষণ করবে অভিনব শিল্পকর্ম। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/6
তবে বছর খানেক আগেও কিন্তু এমন থিম ভিত্তিক পুজোর এতটা রমরমা ছিল না। সেসময় পুজো মানেই ছিল মূলত সিনারির ছটা। বড় বড় প্যান্ডেল গুলোতে নানা রকম আঁকা আঁকি, ব্যাকগ্রাউন্ড আর সাজসজ্জায় সিনারির ব্যবহারই ছিল প্রধান আকর্ষণ। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
সিনারির কাজকে ঘিরেই তখন জীবিকা নির্বাহ করতেন অসংখ্য অঙ্কন শিল্পী। দুর্গাপুজোর মরশুমে তাঁদের হাতে থাকত কাজের চাপ, আর সেই সঙ্গে থাকত ভাল উপার্জনের সুযোগও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে থিম প্যান্ডেলের চল বাড়তে শুরু করায় ধীরে ধীরে কমতে থাকে সিনারির ব্যবহার। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
ফলে মাঝখানে একসময় কাজ হারিয়ে বিপাকে পড়তে হয়েছিল সেই অঙ্কন শিল্পীদের। অনেককেই কর্মহীন অবস্থায় বাড়িতে বসে থাকতে হয়েছে। শিল্পচর্চা থাকলেও, চাহিদা না থাকায় তাঁদের জীবনে নেমে এসেছিল অনিশ্চয়তা। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
তবে আবারও ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। থিম ভিত্তিক প্যান্ডেলের কাজেও প্রয়োজন পড়ছে অঙ্কনশিল্পীদের দক্ষ হাতের। প্যান্ডেলের কাঠামো বা সাজসজ্জার জন্য তৈরি নানা উপকরণে এখনো অপরিহার্য রঙ ও তুলি। ফলে ফের আশার আলো দেখছেন এই শিল্পীরা। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
পূর্ব বর্ধমানের দাঁইহাটের দেওয়ানগঞ্জের বাসিন্দা চয়ন হাওলাদারও তাঁদের মধ্যে একজন। একসময় যিনি শুধুই সিনারির কাজ করতেন, কাজ না থাকায় তিনিও একসময় বসে ছিলেন। কিন্তু এখন নতুন করে তিনি যুক্ত হয়েছেন থিমের কাজে। এবারের এক দুর্গাপুজোয় “কাঠপুতুলের দেশ” থিমে তৈরি হওয়া প্যান্ডেলের কাঠপুতুলগুলো রঙের ছোঁয়ায় জীবন্ত করে তুলছেন তিনি। তাঁর মতো শিল্পীদের হাতের ছোঁয়ায় আবারও পুজো প্যান্ডেল সাজছে নতুন রূপে, নতুন আবহে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Art: জীবনে নেমে আসছিল অন্ধকার, এই দুর্গাপুজোতেই নতুন রঙে স্বপ্ন আঁকছেন অঙ্কন শিল্পীরা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল