Durga Puja Pandal Hopping: বারাসত থেকে সোজা AC বাসে এবার কলকাতার পুজো দর্শন, বাড়তি আকর্ষণ বনেদি বাড়ির পুজো! per head কত খরচ? জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
বারাসাত থেকেই এসি বাসে এবার কলকাতার পুজোদর্শন, কিভাবে কোথায় জেনে নিন খুঁটিনাটি
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দীর্ঘ দিনের দাবী মেনে এবার সুযোগ থাকছে এসি ভলভো বাসে বারাসাত থেকে উত্তর কোলকাতার নাম করা বেশ কিছু বনেদী বাড়ির পুজো পরিক্রমা করার
advertisement
2/6
দর্শনার্থীদের জন্য জলখাবার, লাঞ্চ, বিকালের চা-স্ন্যাক্স -এর ব্যবস্থাও রাখা হবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে এই বিশেষ বাস বারাসাত কলোনী মোড় থেকে সকাল ৮.০০ টায় ছাড়বে। জন প্রতি ২৩০০ টাকা দিতে হবে মূল্য
advertisement
3/6
প্রতি বছরের মত এই বছরও বারাসাত এবং হাবড়া থেকে কোলকাতার বিভিন্ন নাম করা পুজো দেখানোর ব্যবস্থা করেছে WBTC। ষষ্ঠি, সপ্তমী, নবমী দিনগুলিতে এসি ভলভো এবং নন্-এসি বাস যথাক্রমে হাবড়া থেকে সকাল ৮:০০ এবং বারাসাত কলোনী মোড় থেকে সকাল ৯:১৫ -তে ছাড়বে
advertisement
4/6
পরিষেবা মূল্য এসি ভলভো-তে জন প্রতি ২৩০০ টাকা এবং নন্-এসিতে জন প্রতি ৫৫০ টাকা (বারাসাত) এবং ৭০০ টাকা (হাবড়া)। এ বছরও মহাষ্টমীর দিন একটি এক্সিকিউটিভ বাসে বারাসাত থেকে জয়রামবাটী-কামারপুকুরের পুজো দর্শন ও ভোগ খাবার ব্যবস্থা করা হয়েছে
advertisement
5/6
বাসটি বারাসাত কলোনী মোড় থেকে ছাড়বে ভোর ৪:৩০। পরিষেবা মূল্য জন প্রতি ৯০০ টাকা। জেনে নিন বুকিং করার পদ্ধতি- প্রতিটি পরিষেবা নির্দিষ্ট মূল্যে অগ্রীম বুকিং করার ব্যবস্থা করা হয়েছে। অনলাইন বুকিং করা যাবে www.wbtconline.in ওয়েবসাইটে
advertisement
6/6
কাউন্টার বুকিং করা যাবে হাবড়া জয়গাছি WBTC টিকিট বুকিং কাউন্টারে, বারাসাত তিতুমীর বাস স্ট্যান্ড WBTC বুকিং কাউন্টারে এবং বারাসাত কলোনীমোড় শ্রীলেদার্সের নীচে WBTC বুকিং কাউন্টারে। এছাড়া 7003952540 / 9903930901 নম্বরে ফোন করেও বুকিং করার ব্যবস্থা করা হয়েছে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Pandal Hopping: বারাসত থেকে সোজা AC বাসে এবার কলকাতার পুজো দর্শন, বাড়তি আকর্ষণ বনেদি বাড়ির পুজো! per head কত খরচ? জানুন