TRENDING:

Durga Puja Pandal Hopping: বারাসত থেকে সোজা AC বাসে এবার কলকাতার পুজো দর্শন, বাড়তি আকর্ষণ বনেদি বাড়ির পুজো! per head কত খরচ? জানুন

Last Updated:
বারাসাত থেকেই এসি বাসে এবার কলকাতার পুজোদর্শন, কিভাবে কোথায় জেনে নিন খুঁটিনাটি
advertisement
1/6
বারাসত থেকে সোজা AC বাসে এবার কলকাতার পুজো দর্শন, per head কত খরচ? জানুন
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দীর্ঘ দিনের দাবী মেনে এবার সুযোগ থাকছে এসি ভলভো বাসে বারাসাত থেকে উত্তর কোলকাতার নাম করা বেশ কিছু বনেদী বাড়ির পুজো পরিক্রমা করার
advertisement
2/6
দর্শনার্থীদের জন্য জলখাবার, লাঞ্চ, বিকালের চা-স্ন্যাক্স -এর ব্যবস্থাও রাখা হবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে এই বিশেষ বাস বারাসাত কলোনী মোড় থেকে সকাল ৮.০০ টায় ছাড়বে। জন প্রতি ২৩০০ টাকা দিতে হবে মূল্য
advertisement
3/6
প্রতি বছরের মত এই বছরও বারাসাত এবং হাবড়া থেকে কোলকাতার বিভিন্ন নাম করা পুজো দেখানোর ব্যবস্থা করেছে WBTC। ষষ্ঠি, সপ্তমী, নবমী দিনগুলিতে এসি ভলভো এবং নন্-এসি বাস যথাক্রমে হাবড়া থেকে সকাল ৮:০০ এবং বারাসাত কলোনী মোড় থেকে সকাল ৯:১৫ -তে ছাড়বে
advertisement
4/6
পরিষেবা মূল্য এসি ভলভো-তে জন প্রতি ২৩০০ টাকা এবং নন্-এসিতে জন প্রতি ৫৫০ টাকা (বারাসাত) এবং ৭০০ টাকা (হাবড়া)। এ বছরও মহাষ্টমীর দিন একটি এক্সিকিউটিভ বাসে বারাসাত থেকে জয়রামবাটী-কামারপুকুরের পুজো দর্শন ও ভোগ খাবার ব্যবস্থা করা হয়েছে
advertisement
5/6
বাসটি বারাসাত কলোনী মোড় থেকে ছাড়বে ভোর ৪:৩০। পরিষেবা মূল্য জন প্রতি ৯০০ টাকা। জেনে নিন বুকিং করার পদ্ধতি- প্রতিটি পরিষেবা নির্দিষ্ট মূল্যে অগ্রীম বুকিং করার ব্যবস্থা করা হয়েছে। অনলাইন বুকিং করা যাবে www.wbtconline.in ওয়েবসাইটে
advertisement
6/6
কাউন্টার বুকিং করা যাবে হাবড়া জয়গাছি WBTC টিকিট বুকিং কাউন্টারে, বারাসাত তিতুমীর বাস স্ট্যান্ড WBTC বুকিং কাউন্টারে এবং বারাসাত কলোনীমোড় শ্রীলেদার্সের নীচে WBTC বুকিং কাউন্টারে। এছাড়া 7003952540 / 9903930901 নম্বরে ফোন করেও বুকিং করার ব্যবস্থা করা হয়েছে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Pandal Hopping: বারাসত থেকে সোজা AC বাসে এবার কলকাতার পুজো দর্শন, বাড়তি আকর্ষণ বনেদি বাড়ির পুজো! per head কত খরচ? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল