Durga Puja Trip: পুজোর ছুটিতে ঘুরে আসুন অপরূপ এই রাজবাড়ি, ইতিহাস-রাজবাড়ির সৌন্দর্য মুগ্ধ করবে
- Reported by:Sarthak Pandit
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja Trip: দীর্ঘ সময়ের ঐতিহ্যবাহী এই নিদর্শন বর্তমানে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। দূর-দুরান্তের বহু পর্যটক বছরের বিভিন্ন সময়ে ভিড় জমান এই পর্যটন কেন্দ্রে। রাজ আমলের ইতিহাসের টানে বহু পর্যটক এসে থাকেন এখানে।
advertisement
1/7

*পশ্চিমবঙ্গের জেলা কোচবিহারের অন্যতম রাজ আমলের নিদর্শন হল কোচবিহার রাজবাড়ি। দীর্ঘ সময়ের ঐতিহ্যবাহী এই নিদর্শন বর্তমানে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। দূর-দুরান্তের বহু পর্যটক বছরের বিভিন্ন সময়ে ভিড় জমান এই পর্যটন কেন্দ্রে।
advertisement
2/7
*রাজ আমলের ইতিহাসের টানে বহু পর্যটক এসে থাকেন এখানে। এছাড়াও রয়েছে মন মাতানো সৌন্দর্য। সামনেই আসন্ন দুর্গা পুজো। আর পুজো উপলক্ষ্যে অনেকেই এদিক-ওদিক বেড়াতে গিয়ে থাকেন। যাদের ইতিহাস বিষয়ে আগ্রহ রয়েছে। যাঁরা রাজ আমলের নিদর্শনের সৌন্দর্য মুগ্ধ হতে চান তাঁরা অবশ্যই আসতে পারেন এই রাজবাড়ি ঘুরতে।
advertisement
3/7
*রাজবাড়িতে আসা সুদূর পঞ্জাবের বাসিন্দা, পেশায় সেনা কর্মী হরপাল সিং জানান, "রাজ বাড়ির সৌন্দর্য সত্যি মুগ্ধ করবে যেকোনোও মানুষকে। এমনিতে কোচবিহার রাজবাড়ির বাইরের দৃশ্য দারুণ সুন্দর। তবে রাজবাড়ির ভেতরে রয়েছে রাজ আমলের জিনিস সংগ্রহ করে তৈরি করা একটি সংগ্রহশালা। যা ছোট থেকে বড় সকলের মন মুহুর্তেই আকর্ষণ করতে পারে। তবে দীর্ঘ সময়ের পুরোনো হওয়ার কারণে কিছু জায়গায় সংস্কার প্রয়োজন রয়েছে। কিন্তু, রাজ আমলের ইতিহাস এই রাজবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।"
advertisement
4/7
*রাজ বাড়িতে এসেছিলেন বালুরঘাটের বাসিন্দা সুমনা গুপ্তা। তিনি জানান, "রাজ্যের মধ্যে জেলা কোচবিহারের রাজ আমলের ইতিহাস অনেকের মন আকর্ষণ করে। সেই ইতিহাসের কিছুটা অংশ নিজে চোখে দেখতে এখানে অবশ্যই আসা উচিত। এছাড়া এখানের সংগ্রহশালায় কোচ রাজাদের ব্যবহার করা জিনিস থেকে শুরু করে বিভিন্ন ছবি সাজিয়ে রাখা।"
advertisement
5/7
*জেলার এক পর্যটক প্রভাত বর্মন জানান, "রাজ আমলের এই ঐতিহ্য সত্যিই অবাক করে সকলকে। বাইরের পর্যটকদের পাশাপশি জেলার মানুষেরাও এই ঐতিহ্যবাহী নিদর্শন দেখতে ভিড় জমান। কোচ রাজাদের তৈরি এই নিদর্শন বহু ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে থাকে।"
advertisement
6/7
*কোচবিহারের রাজবাড়ি সৌন্দর্য ও ইতিহাস ছোট থেকে বড় সকলের মন ছুঁয়ে যাবে এটুকু নিশ্চিত। তাই পুজোর ছুটিতে ইতিহাসের সন্ধানে এখানে ঘুরতে আসতেই পারেন। বর্তমানে এই রাজবাড়ির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
advertisement
7/7
*মাত্র ২০ টাকা জনপ্রতি টিকিট মূল্যের সারাদিন এই রাজ আমলের রাজবাড়িতে কাটাতে পারবেন। ঘুরে ঘুরে দেখতে পারবেন একের পর এক ইতিহাসের নিদর্শন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Trip: পুজোর ছুটিতে ঘুরে আসুন অপরূপ এই রাজবাড়ি, ইতিহাস-রাজবাড়ির সৌন্দর্য মুগ্ধ করবে