TRENDING:

Durga Puja 2024: দেবীর আগমন-গমনের বাহন নির্ধারণ করা হয় কীভাবে? এবারের পুজোয় কী হবে? পড়ুন

Last Updated:
পুজো শুরু হওয়ার আগে জেনে রাখুন দেবীর আগমন বা গমন কোন বাহনে হচ্ছে। তার ফলই বা কি হবে।
advertisement
1/6
দেবীর আগমন-গমনের বাহন নির্ধারণ করা হয় কীভাবে? এবারের পুজোয় কী হবে? পড়ুন
দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। সপ্তাহ ঘুরলেই ঢাকে কাঠি পড়বে। ইতিমধ্যেই অনেক থিমের মণ্ডপ উদ্বোধন করা হয়ে গিয়েছে। তবে শাস্ত্রমতে দেবীর আগমন হয় সপ্তমী তিথিতে। গমন হয় দশমীতে।
advertisement
2/6
কিন্তু মহামায়া কোন বাহনে চেপে আসবেন বা কৈলাসে ফিরে যাবেন, তার উপর শাস্ত্রমতে অনেক কিছু নির্ভর করে। তাই পুজো শুরু হওয়ার আগে দুর্গাপুরের বিশিষ্ট পঞ্জিকাবিদ অপূর্ব আচার্য জানাচ্ছেন দেবীর আগমন বা গমন কোন বাহনে হচ্ছে, তার ফলই বা কি হবে।
advertisement
3/6
আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী। পঞ্জিকা বলছে এ'বছর দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্রমতে বলা হয়, দেবীর বাহন দোলা বা পালকি হলে তার ফল হয় মহামারী বা দুর্ভোগের সমান।
advertisement
4/6
আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমী। এই দিন দেবী কৈলাসে ফিরে যাবেন। দেবী কৈলাসে ফিরবেন হস্তিতে। শাস্ত্রমতে বিশ্বাস করা হয়, গজ দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন। দেবীর গজে আগমন বা গমন হলে তার ফল হয় উৎকৃষ্ট। শস্যশ্যামলা হয়ে ওঠে পৃথিবী। অর্থাৎ দেবীর গমনের ফল হবে শুভ।
advertisement
5/6
কিন্তু কীভাবে নির্ধারণ করা হয় দেবী কোন বাহনে আসবেন বা যাবেন? পঞ্জিকাবিদ বলছেন, দেবীপক্ষ মহালয়ার পর থেকে শুরু হলেও, পঞ্জিকা মতে দেবীর আগমন হয় সপ্তমী তিথিতে। গমন হয় বিজয়া দশমীতে। এই দুটি তিথি সপ্তাহের কোন বারে পড়ছে, তার উপরে নির্ভর করে দেবী কোন বাহনে চেপে আসবেন বা কৈলাসে ফিরে যাবেন তা নির্ধারণ করা হয়।
advertisement
6/6
চলতি বছরে দুর্গাপুজোর সময় নিয়ে কিছুটা বিভ্রান্তিতে রয়েছেন অনেকেই। পঞ্জিকা বা ক্যালেন্ডারে ১২ অক্টোবর দশমী উল্লেখ করা হয়েছে। কিন্তু যেহেতু দশমী পরদিন সকালে গিয়ে সমাপ্ত হচ্ছে, তাই ১৩ অক্টোবর দেবীর গমন হবে হস্তিতে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2024: দেবীর আগমন-গমনের বাহন নির্ধারণ করা হয় কীভাবে? এবারের পুজোয় কী হবে? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল