TRENDING:

Durga Puja 2024: পুজোর ফ্যাশনে ট্যাটু সুপারহিট, কিন্তু কারা করালে বড় ক্ষতি হতে পারে জানেন? সতর্ক হোন

Last Updated:
Durga Puja 2024: ট্যাটুর চাহিদা রয়েছে রীতিমতো তুঙ্গে। সকলেই চাইছেন ট্যাটু করে পুজোতে নিজেকে একটু অন্যরকম লুক দিতে।
advertisement
1/6
পুজোর ফ্যাশনে ট্যাটু সুপারহিট, কিন্তু কারা করালে বড় ক্ষতি হবে জানেন? সাবধান
তরুণ প্রজন্মের কাছে এখন অন্যতম পছন্দের জিনিস হল ট্যাটু। ছেলেমেয়ে সকলেই ট্যাটু করাতে পছন্দ করেন। আধুনিক নকশার তৈরি ট্যাটু নির্দিষ্ট ব্যক্তিকে যেন করে তোলে আরও আকর্ষণীয়। শরীরের মধ্যে আঁকা ট্যাটু যেন বাড়িয়ে তোলে সৌন্দর্য।
advertisement
2/6
সেই কারণেই সারা বছরই চাহিদা থাকে ট্যাটু এবং ট্যাটু শিল্পীদের। তবে সারা বছর টুকটাক কাজ হলেও, পুজোর সময় রীতিমতো হিমশিম খেতে হয় ট্যাটু আর্টিস্টদের। দুর্গাপুজোর আগে রাত দিন পরিশ্রম করে ট্যাটু করতেই ব্যস্ত থাকতে হয় শিল্পীদের।
advertisement
3/6
দুর্গাপুজোর আগে বিভিন্ন ট্যাটু স্টুডিওতে যেরকম ভিড় থাকে, সেরকম পূর্ব বর্ধমানের ছবিও অনেকটা একই। জেলার বিভিন্ন স্টুডিওতে উপচে পড়ছে ভিড়। এই বিষয়ে কাটোয়া শহরের সুমিত ট্যাটু স্টুডিওর আর্টিস্ট জানিয়েছেন, "ট্যাটু করালে যেহেতু দেখতে ভাল লাগে, সে কারণে এবছর ট্যাটুর চাহিদা বেশি রয়েছে। তরুণ প্রজন্ম এখন ভালই পছন্দ করছে ট্যাটু। দুর্গাপুজোর আগে আমরাও চরম ব্যস্ত থাকি পরিশ্রম অনেকটাই করতে হয়।"
advertisement
4/6
দুর্গাপুজোর আগে ট্যাটুর চাহিদা রয়েছে রীতিমতো তুঙ্গে। সকলেই চাইছেন ট্যাটু করে পুজোতে নিজেকে একটু অন্যরকম লুক দিতে। আধুনিক ট্যাটু যেন এখন সকলেরই পছন্দের তালিকায় রয়েছে। তাই পুজোর আগে জেলার বিভিন্ন ট্যাটু স্টুডিওতে উপচে পড়ছে ভিড়। ভিন্ন ভিন্ন ধরনের ট্যাটু করাচ্ছেন অনেকেই। কেউ সখ পূরণের জন্য প্রথমবার, কেউবা নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য দ্বিতীয়বার ট্যাটু করাচ্ছেন।
advertisement
5/6
সব মিলিয়ে দুর্গাপুজোর আগে নতুন জামাকাপড়, জুতোর মতো ট্যাটুর চাহিদাও রয়েছে তুঙ্গে। এই প্রসঙ্গে ট্যাটু করাতে এসে কুশল দেবনাথ বলেন, "অনেকেই ট্যাটু করে, সেরকম আমারও একটা ট্যাটু করার ইচ্ছা ছিল। পুজোতে যাতে দেখতে ভাল লাগে, সে কারণেই পুজোর আগে ট্যাটু করছি। এই প্রথমবারের জন্য আমি ট্যাটু করতে এসেছি।"
advertisement
6/6
তবে ট্যাটু করানোর আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। শরীরে সুগার থাকলে ট্যাটু না করানোই ভাল। এছাড়াও মদ্যপান করে ট্যাটু করানো উচিত নয়। ট্যাটু করার পরে বেশ কিছুদিন জল লাগালে চলবে না। এবং ট্যাটুর যত্ন নেওয়ার জন্য আর্টিস্টের পরামর্শে আফটার কেয়ার কিনে লাগানোর প্রয়োজন রয়েছে। (রিপোর্টার-- বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2024: পুজোর ফ্যাশনে ট্যাটু সুপারহিট, কিন্তু কারা করালে বড় ক্ষতি হতে পারে জানেন? সতর্ক হোন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল