Durga Puja 2021 | Home Decoration: উৎসবের মরসুমে ঘর সাজাতে নতুন আঙ্গিক, রইল দরকারি টিপস!
- Published by:Raima Chakraborty
Last Updated:
নতুন আঙ্গিকে সাজিয়ে ফেলুন ঘরের প্রতি কোণ। টিপস দিচ্ছি আমরা। (Durga Puja 2021 | Home Decoration)
advertisement
1/10

মা দুর্গা এসে আপনার দরজায় দাঁড়িয়ে! তাঁকে স্বাগত জানাবেন বাড়ির পুরনো জিনিস দিয়ে তা কি সম্ভব (Durga Puja 2021 | Home Decoration)? বছরে একবার মাত্র মেয়ে বাপের বাড়ি আসে। তাই নতুন আঙ্গিকে সাজিয়ে ফেলুন ঘরের প্রতি কোণ (Durga Puja 2021 | Home Decoration)। টিপস দিচ্ছি আমরা (Durga Puja 2021 | Home Decoration)।
advertisement
2/10
শুরু করুন দরজা দিয়ে দরজা হচ্ছে সেই স্থান যেখান দিয়ে আত্মীয়, বন্ধু প্রত্যেকে আপনার বাড়িতে ঢোকেন। তাই সেই জায়গা আগে সাজাতে হবে। সুন্দর দেখতে ছোট ছোট আকারের গাছ রাখতে পারেন। রাখতে পারেন সুদৃশ্য লন্ঠন। মা দুর্গার মুখ আঁকা অনেক কুলো বা পট এখন পাওয়া যায়। রাখা যায় সেগুলোও।
advertisement
3/10
তামার জিনিস এখন ইন থিং এই মুহূর্তে ঘর সাজানোর ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় বস্তু হল তামার তৈরি বিভিন্ন জিনিস। এগুলো বাজেটের মধ্যেও হয় আর টেকসইও হয়।এই উৎসবের মেজাজের সঙ্গে দিব্যি মানিয়ে যায় তামার জিনিস।
advertisement
4/10
বারান্দা হোক বাহারি ছোট হোক বা বড় সাজিয়ে তুলুন বারান্দাও। হালকা রঙের বালিশ ঘন রঙা কার্পেটের উপর পাততে পারেন। ঝোলাতে পারেন হ্যাঙ্গিং টব, যেখানে ফুটে থাকবে নানা রঙের ফুল। ছোট ছোট নানা আকারের পুতুলও রাখলে ভাল লাগবে।
advertisement
5/10
টেবিলের সাজসজ্জা কোনও পুরনো স্কার্ফ বা বেড শিট ফেলে দেওয়ার কথা ভাবছেন? একদম ফেলবেন না। বরং সেগুলো দিয়ে তৈরি করে ফেলুন সুন্দর টেবিলক্লথ। পারলে বিভিন্ন রঙের কাপড়ের টুকরো জুড়ে একটা টেবিলক্লথ তৈরি করতে পারেন। এতে টেবিলে একটা বোহো লুক আসবে।
advertisement
6/10
চিনামাটির বাসনপত্র বেশ অনেকদিন হয়ে গেল উপহারে পাওয়া বা শখ করে কেনা চিনামাটির বা পোরসেলিনের বাসনপত্র আলমারি বন্দী হয়ে পড়ে আছে? এবার ওগুলো বের করে টেবিলে সাজিয়ে দিন। দরকারে কয়েকটা কিনতেও পারেন!
advertisement
7/10
দেওয়ালের কলি ফেরান শরতকালের মধ্যে এক অদ্ভুত বিষণ্ণ মন খারাপ করা ব্যাপার আছে। এ এমন মন খারাপ যা সবাই অনুভূত করতে চায়। তাই এমন সুন্দর ঋতুর সঙ্গে তাল মিলিয়ে দেওয়ালে কিছু দিনের জন্য নিউট্রাল রঙা ওয়ালপেপার লাগিয়ে নিন।
advertisement
8/10
টুকিটাকি এই সময় বাড়ির টুকিটাকি জিনিস যেমন কম্বল, চাদর, বেডকভার এগুলো পাল্টে দিলে বেশ লাগে। ট্রাই করে দেখতে পারেন।
advertisement
9/10
আধুনিকতা ও ঐতিহ্য ঘর সাজানো এমন হবে যার সঙ্গে আধুনিকতা ও ঐতিহ্য দুই থাকবে। চিনামাটির বাসন কাঠের কোস্টারে রাখলে সেটাই ফুটে উঠবে।
advertisement
10/10
পুরনো অ্যালবাম বাড়ির যে কোনও একটা পছন্দসই দেওয়াল বেছে নিয়ে সেখানে পুরনো ছবি টাঙিয়ে রাখুন। এটা হবে নস্ট্যালজিয়া ওয়াল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2021 | Home Decoration: উৎসবের মরসুমে ঘর সাজাতে নতুন আঙ্গিক, রইল দরকারি টিপস!