Dry Skincare Tips: নামী-দামি ক্রিম মেখেও ত্বক শুকিয়ে কাঠ? এই এক কাজে হবে নরম-তুলতুলে-উজ্জ্বল! জানুন
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Dry Skincare Tips: শীতকালে ত্বক হয়ে পড়ে বেশি স্পর্শকাতর, খসখসে, রুক্ষ। কী করলে নরম তুলতুল করবে চামড়া? রইল চিকিৎসকের টিপস।
advertisement
1/5

মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। এক চামচ মধুর সঙ্গে দুই চামচ মিল্ক পাউডার ও এক চিমটে হলুদ ভাল করে মিশিয়ে মুখে মেখে দিন। ১৫ মিনিট পরে তা ধুয়ে ফেলুন।
advertisement
2/5
মেকআপ আর্টিস্ট শুভব্রত বলেন, আধা কাপ দইয়ের সঙ্গে তিন চামচ মধু এবং তিন চামচ চিনির দানা মিশিয়ে নিন। হালকা করে মিশিয়ে এই পেস্ট দিয়ে ভাল করে মুখে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
advertisement
3/5
মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে তা মুখে লাগিয়ে রাখুন ফেসপ্যাকের মতো। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
advertisement
4/5
নারকেল তেল নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। শরীরের যে অংশ বেশি রুক্ষ, তার জন্য ব্যবহার করতে পারেন এই নারকেল তেল।
advertisement
5/5
অ্যালোভেরার পাতা থেকেই তার রস বের করে সরাসরি মুখে মাখুন। ধোয়ার প্রয়োজন নেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dry Skincare Tips: নামী-দামি ক্রিম মেখেও ত্বক শুকিয়ে কাঠ? এই এক কাজে হবে নরম-তুলতুলে-উজ্জ্বল! জানুন