Dry Lips in Summer: গরমেও ঠোঁট ফাটছে? কোন অসুখের লক্ষণ? সমস্যা থেকে মুক্তির উপায় জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Dry Lips in Summer: অনেকের ক্ষেত্রে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় গরমকালেও। কোন অসুখের লক্ষণ এটি? কীভাবেই বা গরমকালে ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
1/7

ঠোঁট ফাটার সমস্যা সাধারণত শীতকালে দেখা যায়। শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট শুকনো হয়ে যাওয়া, ঠোঁটের ত্বকের উপরিভাগ থেকে ছাল ওঠা, ঠোঁট ফাটা এবং কখনও কখনও রক্তও বের হয়। কিন্তু এই সমস্ত সমস্যাই দেখা দেয় শীতকালে।
advertisement
2/7
অনেকের ক্ষেত্রে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় গরমকালেও। কোন অসুখের লক্ষণ এটি? কীভাবেই বা গরমকালে ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
3/7
শীতে আবহাওয়া রুক্ষ থাকে বলে ত্বকও আর্দ্রতা হারায়। একই জিনিস অনেক সময় ঘটে গরমকালে। ঠোঁট ফাটা ছাড়াও গরমকালে অতি বেগুনি রশ্মি ঠোঁটে লেগে সেটার ত্বক খারাপ করে দিতে পারে।
advertisement
4/7
অন্যদিকে, আপনার শরীরে যদি জলের ঘাটতি দেখা দেয় তাহলে একই সমস্যা হতে পারে। ফলে গরমকালে আপনার ঠোঁটের যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন। কীভাবে ঠোঁটের যত্ন নেবেন দেখুন।
advertisement
5/7
যথেষ্ট পরিমাণে জল খান। গরমকালে ঘামের মাধ্যমে অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে যায়। এতে জলের ঘাটতি দেখা যায়। তাই ডিহাইড্রেটেড হয়ে গেলে ঠোঁট ফাটতে পারে। সমস্যা তাড়াতে প্রচুর পরিমাণে জল খান।
advertisement
6/7
ঠোঁট শুকিয়ে গেলে ঠোঁট চাটবেন না। এতে ঠোঁট ফাটতে পারে। ঠোঁট শুকিয়ে গেলে লিপ বাম লাগান।
advertisement
7/7
মশলাদার খাবার খাবেন না এই সময়। বা টক জাতীয় খাবার খাবেন না। বাইরে বেরোলেই সঙ্গে ছাতা রাখুন বা টুপি পরুন। এতে সূর্যের সরাসরি আলোর হাত থেকে মুখকে রক্ষা করতে পারবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dry Lips in Summer: গরমেও ঠোঁট ফাটছে? কোন অসুখের লক্ষণ? সমস্যা থেকে মুক্তির উপায় জানুন