TRENDING:

Drumstick Leaf Benefits: দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম, অতি চেনা সবজিতে অ্যানিমিয়া কাটিয়ে শরীরে রক্ত টগবগ করবে, ডায়াবেটিসও থাকবে নিয়ন্ত্রণে

Last Updated:
সুপার ফুড’ এই পাতায় রয়েছে বহুবিধ উপকারিতা ও গুনাগুণ! এর উপকারী দিক গুরুত্ব রেখে, সুস্থ থাকতে আজ থেকেই খাদ্যতালিকায় যোগ করুন ফুল-পাতা-ডাঁটা
advertisement
1/10
দুধের চেয়ে ৪গুণ বেশি ক্যালসিয়াম,চেনা সবজিতে অ্যানিমিয়া কাটিয়ে রক্ত টগবগ করবে
বৈজ্ঞানিক নাম মরিংগা ওলেইফেরা | ইংরেজিতে গাছটিকে মিরাকল ট্রি বা অলৌকিক গাছ নামে আখ্যায়িত করা হয়েছে | বিজ্ঞানীরা পুষ্টির দিক দিয়ে এর ফুল ও পাতাকে সুপার ফুড হিসেবে বিবেচনা করেছেন | সজনে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব | এর ফুল, পাতা, ফল সব কিছুই সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর৷ (রাকেশ মাইতি)
advertisement
2/10
'সুপার ফুড’ সজনে পাতায় রয়েছে বহুবিধ উপকারিতা ও গুনাগুণ! এর উপকারী দিক গুরুত্ব রেখে, সুস্থ থাকতে আজ থেকেই খাদ্যতালিকায় যোগ করুন সজনের ফুল-পাতা-ডাঁটা। এই পাতা ব্যবহারে জানুন চিকিৎসকের পরামর্শ। সজনে গাছের স্বাস্থ্য উপকারিতা বলে শেষ করার মত নয়| এর অসংখ্য উপকারী গুণ। এত উপকারী গাছপাতা খুব কম রয়েছে।
advertisement
3/10
অন্ধত্ব দূর করতে বেশি কার্যকরী, কারণ গাজরের চেয়ে বেশি ভিটামিন এ থাকে এর পাতায় | এছাড়া সজনে পাতা আ্যনিমিয়া দূর করে, এতে শাকের চেয়ে ২৫ গুণ বেশি আয়রন আছে।
advertisement
4/10
বিশিষ্ট চিকিৎসক অর্ক ধারার কাছ থেকে শুনে নেব সজনে গাছের গুনাগুণ |  অনেকেই সজনে গাছের পুষ্টিগুণ সম্বন্ধে অপরিচিত| দেখে নেওয়া যাক এই গাছ আমাদের কী কী উপকার করে?
advertisement
5/10
এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালংশাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন থাকে | যা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে | সজনে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও বিশেষ অবদান রাখে |
advertisement
6/10
প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলালেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন C, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন A এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম থাকে |
advertisement
7/10
সজনে গাছ বসন্ত রোগের প্রাকৃতিক টিকা হিসাবে কাজ করে| সজনে গাছে আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যা বিপাক হার বাড়াতে খুবই কার্যকর | সজনে শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে |
advertisement
8/10
সজনের অ্যান্টি-ব্যকটিরিয়াল বৈশিষ্ট্য আছে | এই কারণেই সজনে গাছ যকৃত ও কিডনি ঠিক রাখতে সাহায্য করে | সজনেতে প্রায় ৪৬ রকমের অ্যান্টিঅক্সিড্যান্ট বর্তমান| শরীরের জ্বর ও বিভিন্ন ধরনের অসুখ দেখা দিলে অনেকেরই মুখের রুচি চলে যায় | যার ফলে কোন কিছুই খেতে আর ভাল লাগে না |
advertisement
9/10
মুখে রুচি বাড়াতে সজনে পাতা ভেজে বা ভর্তা করে খেলে মুখে রুচি ফিরে আসে এবং শরীরের শক্তি বৃদ্ধি পায় | এ ছাড়া সজনে ডাটা লিভার ও কিডনি সুরক্ষিত রাখে| শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে |
advertisement
10/10
তাই সজনের এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় সজনের তরকারি, সজনের ডাল বা সজনে শাক রাখতেই পারেন |
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Drumstick Leaf Benefits: দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম, অতি চেনা সবজিতে অ্যানিমিয়া কাটিয়ে শরীরে রক্ত টগবগ করবে, ডায়াবেটিসও থাকবে নিয়ন্ত্রণে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল