Dripping After Urination: প্রস্রাবের পরও যৌনাঙ্গ থেকে ফোঁটা ফোঁটা মূত্র পড়ে? কোন বড় রোগের লক্ষণ এটি? জানুন চিকিৎসকদের মত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
টার্মিনাল ড্রিপিং খুব একটা বিরল উপসর্গ নয়, কিন্তু কয়েকটি ক্ষেত্রে এটি বড় বিপদের সঙ্কেত হতে পারে।
advertisement
1/4

বয়স ও স্বাস্থ্য নির্বিশেষে বহু পুরুষের ক্ষেত্রেই দেখা যায়, প্রস্রাব হয়ে যাওয়ার পরেও অনেক সময় যৌনাঙ্গ থেকে ফোঁটা ফোঁটা মুত্রপাত হচ্ছে। ডাক্তারি পরিভাষায় একে বলে টার্মিনাল ড্রিপিং।
advertisement
2/4
টার্মিনাল ড্রিপিং খুব একটা বিরল উপসর্গ নয়, কিন্তু কয়েকটি ক্ষেত্রে এটি বড় বিপদের সঙ্কেত হতে পারে। প্রস্রাবের পর অনিয়ন্ত্রিত ভাবে আবার কিছুটা প্রস্রাব বেরিয়ে আসা কিন্তু টার্মিনাল ড্রিপিং-এর তুলনায় আলাদা। একে বলে পোস্ট মিকচুরিশন ড্রিবলিং বা পিএমডি।
advertisement
3/4
মূত্রথলি থেকে শিশ্নমুখ পর্যন্ত যে নালি থাকে তাকে ইউরেথ্রা বলে। পোস্ট মিকচুরিশন ড্রিবলিং বা পিএমডি-তে ইউরেথ্রার মধ্যে খানিকটা প্রস্রাব জমে থাকে যা প্রস্রাবের শেষে বিন্দু-বিন্দু করে পড়তে থাকে।
advertisement
4/4
সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ১৭.১ শতাংশ পুরুষ এই সমস্যায় আক্রান্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা কিছু কিছু ক্ষেত্রে প্রস্টেট ও স্নায়ুর সমস্যার ইঙ্গিতও হতে পারে। কাজেই এই উপসর্গ দেখা দিলে দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dripping After Urination: প্রস্রাবের পরও যৌনাঙ্গ থেকে ফোঁটা ফোঁটা মূত্র পড়ে? কোন বড় রোগের লক্ষণ এটি? জানুন চিকিৎসকদের মত