Health Juice Benefit: এক গ্লাস পান করলেই শরীর থাকবে চনমনে, মুহূর্তে শক্তির নির্যাস ছড়িয়ে পড়বে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: বলিরেখা দূরীকরণ কিংবা খসখসে চামড়া পেল্লব করতে অথবা মাথার খুশকি দূর করতে আখের রসের তুলনা।
advertisement
1/6

আখের বহু গুন। এক গ্লাস আখের রস খেলে এনার্জি ছাড়াও আরও অনেক গুণ রয়েছে।
advertisement
2/6
পেটের সমস্যা বা ডিহাইড্রেশন এর জন্য আপনার শরীর থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে? তাহলে এক গ্লাস আখের রস পান করুন।
advertisement
3/6
ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ উপাদান দাঁতকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় এবং দুর্গন্ধ যুক্ত নিঃশ্বাস এর বিরুদ্ধে কাজ করে ম্যাজিকের মতো।
advertisement
4/6
আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ইমিউন সিস্টেম এবং লিভার সংক্রমন হওয়া থেকে বাঁচায়। গ্লুকোজের মাত্রা ঠিক রেখে রোগ নিরাময়ের ঘরোয়া টোটকা হিসেবে আখের রস বেশ উপকারী
advertisement
5/6
বলিরেখা দূরীকরণ কিংবা খসখসে চামড়া পেল্লব করতে অথবা মাথার খুশকি দূর করতে আখের রসের তুলনা।
advertisement
6/6
মেপে আখের রস পান করলে শরীরের পক্ষে খুবই ভাল
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Juice Benefit: এক গ্লাস পান করলেই শরীর থাকবে চনমনে, মুহূর্তে শক্তির নির্যাস ছড়িয়ে পড়বে