Benefits of Water: জলে এটা-সেটা মিশিয়ে খরচ বাড়াবেন না, জলপানে আনুন ছোট্ট বদল, ১০ ভাবে জীবন বদল যাবে! এ যেন অবিশ্বাস্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Benefits of Water: হাজার হাজার মানুষ এই জলেই কত কিছু মিশিয়ে তবে পান করে আরও উপকারিতা পাওয়ার জন্য। তাতে কেবল খরচই বাড়ে না, সময়ও বয়ে যায়।
advertisement
1/11

Benefits of Water: জলই জীবন। তাও হাজার হাজার মানুষ এই জলেই কত কিছু মিশিয়ে তবে পান করে আরও উপকারিতা পাওয়ার জন্য। তাতে কেবল খরচই বাড়ে না, সময়ও বয়ে যায়।
advertisement
2/11
Benefits of Copper Water: কিন্তু আপনি আজ এমন টোটকা শিখবেন, যেখানে কেবল জলই হয়ে উঠবে মহৌষধি। লাগবে না আর কিছু।
advertisement
3/11
Benefits of Copper Water: বেশিরভাগ মানুষ কাচের গ্লাস বা স্টিলের গ্লাসে জলপান করেন, কিন্তু আপনি কি জানেন তামার পাত্রের জল পান করা কতটা স্বাস্থ্যকর? বিশেষ করে শীতের মরশুমে। আপনি যদি সকালে তামার গ্লাস বা পাত্রে জল পান করেন, সারা দিন শরীরে শক্তি সঞ্চয় হবে।
advertisement
4/11
Benefits of Copper Water: তামার পাত্রে রাখা জল যেমন উপকারী, তেমনই সুস্বাদু। আয়ুর্বেদিক ডাক্তার দীক্ষা ভাবসারঁ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শীতের মরশুমে তামার পাত্রে রাখা জল পান করার উপকারিতা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
advertisement
5/11
Benefits of Copper Water: আয়ুর্বেদিক ডাক্তার দীক্ষা ভাবসারের মতে, তামার পাত্রে রাখা জল আয়ুর্বেদে বিভিন্ন উপায়ে উপকারী। সেই জল হালকা গরম হয়। স্বাদে মিষ্টি, কখনও কখনও একটু যেন ঝাল ঝাল।
advertisement
6/11
Benefits of Copper Water: ১. তামার গ্লাসে জলপান করলে আপনার ওজন বৃদ্ধি রোধ করা যায়। ২. এটি হজম শক্তিকে শক্তিশালী করে। ৩. পেটের সমস্যা প্রতিরোধ করে।
advertisement
7/11
Benefits of Copper Water: ৪. সকালে খালি পেটে তামার পাত্রে রাখা জল পান করলে বার্ধক্যের লক্ষণ কমে যায়। ৫. আপনি যদি হার্ট ভাল রাখতে চান, তবে তামার পাত্রে জল পান করুন। এটি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলও কমায়।
advertisement
8/11
Benefits of Copper Water: ৬. জয়েন্টে ফোলা, ব্যথা বা বাতের সমস্যা থাকলে এই জল পান করলে উপকার পাওয়া যাবে। ৭. রক্তাল্পতার রোগ সারায়।। তামা শরীরে আয়রন শোষণে সাহায্য করে, যা রক্তাল্পতার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
9/11
Benefits of Copper Water: ৮. কপারে এমন কিছু উপাদান রয়েছে যা জলে মেশানো হলে দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে। ৯. থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই যাঁদের থাইরয়েড আছে তাঁরা এভাবে জলপান করতে পারেন।
advertisement
10/11
Benefits of Copper Water: ১০. এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এবার আপনিই সিদ্ধান্ত নিন, আজ থেকে কীভাবে জল খাবেন।
advertisement
11/11
Benefits of Copper Water: কতটা খাবেন: প্রতিদিন সকালে তামার পাত্রে এক গ্লাস সমান জল পান করলেই যথেষ্ট। জলেই রয়েছে আপনার সুস্থ থাকার চাবিকাঠি। নিজেও সুস্থ থাকুন। পরিবারকেও রাখুন চাঙ্গা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Water: জলে এটা-সেটা মিশিয়ে খরচ বাড়াবেন না, জলপানে আনুন ছোট্ট বদল, ১০ ভাবে জীবন বদল যাবে! এ যেন অবিশ্বাস্য