Terracotta Jewellery: সোনা-রুপোর গয়না ছাড়ুন...! দীপাবলিতে সেজে উঠুন টেরাকোটার গয়নায়, পুজোর 'মধ্যমণি' হবেন আপনিই
- Reported by:Nilanjan Banerjee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Terracotta Jewellery: চকচকে গয়না পরে পরে হাঁপিয়ে উঠেছেন? বাকি উৎসবের মরশুম কাটাতে চান আনন্দের সঙ্গে বেশ একটা অনন্য লুক নিয়ে? তাহলে অবশ্যই এবার আপনাকে ট্রাই করতে হবে বাঁকুড়ার টেরাকোটার গয়না। দীপাবলীর আগে তৈরি হচ্ছে নতুন সেট। দেখলে চোখ সরাতে পারবেন না ।
advertisement
1/6

চকচকে গয়না পরে পরে হাঁপিয়ে উঠেছেন? বাকি উৎসবের মরশুম কাটাতে চান আনন্দের সঙ্গে বেশ একটা অনন্য লুক নিয়ে? তাহলে অবশ্যই এবার আপনাকে ট্রাই করতে হবে বাঁকুড়ার টেরাকোটার গয়না। দীপাবলীর আগে তৈরি হচ্ছে নতুন সেট। দেখলে চোখ সরাতে পারবেন না । (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
সোনার উজ্জ্বলতাও হারিয়ে যায়। কিন্তু পোড়ামাটির গয়না দেখতে একেবারে অন্যরকম। মাটির রং যেন আরও চকচকে হয় সময়ের সঙ্গে সঙ্গে। আর দাম সোনার গয়নার দামের ভগ্নাংশের থেকেও কম। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
3/6
পুরনো এবং বর্ধিষ্ণু ও টেরাকোটা শিল্পীদের গ্রাম হল পাঁচমুড়া। খাতড়া মহকুমার তালডাংরা ব্লকের পাঁচমুড়া 'টেরাকোটা' গ্রাম। দেউলভিড়া, আধকড়া, রাধানগর, কানাইপুর, জয়পুর। পাঁচমুড়ার পাশাপাশি রয়েছে এই পাঁচ মৌজা। অনেকেরই বিশ্বাস পাঁচমুড়ার নামকরণও সেই কারণেই এমনটা। পাঁচটি মাথা অর্থাৎ স্থানীয় ভাষায় যাকে 'মুড়া' বলে। তবে নামকরণের স্বার্থকতার চেয়ে শৈল্পিক স্বার্থকতা বিপুল এই গ্রামের। এই গ্রামেই তৈরি হচ্ছে গয়নাগুলি। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
4/6
মৃৎ শিল্পী সঞ্জীব বলেন, পাঁচমুড়ার মাটি অনেক বেশি টেকসই। অন্যান্য মাটি কিছুদিন পর ভঙ্গুর হয়ে পড়ে। তবে পাঁচমুড়ার মাটিতে রয়েছে অসাধারণ বাইন্ডিং কোয়ালিটি। যার জেরে গয়না অনেকদিন পর্যন্ত টেকসই থাকে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
5/6
জি আই স্বীকৃতি পাওয়া এই গ্রামের তৈরি গয়নায় পাবেন পুরো গলার এবং কানের সেট। মূল্য শুরু ১৬০ টাকা থেকে। আবার চাইলে পাইকারি রেটে অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারেন। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
6/6
তিনটি পাড়ায় বিভক্ত এই মৃৎশিল্পী পরিবারগুলি। মূল জীবিকা পোড়া মাটির শিল্প দ্রব্য তৈরি করা। বছরে বারো মাসের মধ্যে এগারো মাস কাজ চলে এই গ্রামে। বিরতি থাকে বৈশাখ মাসে। তবে বাঁকুড়ার পোড়া মাটির ঐতিহ্য যেন এখনও এককভাবে ধরে রেখেছে এই গ্রাম। নতুন সৃষ্টি গয়না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Terracotta Jewellery: সোনা-রুপোর গয়না ছাড়ুন...! দীপাবলিতে সেজে উঠুন টেরাকোটার গয়নায়, পুজোর 'মধ্যমণি' হবেন আপনিই