TRENDING:

Dream Meaning: স্বপ্নে মিলন কীসের আশঙ্কাবাণী? জীবনে ঘটছে কিছু চরম সমস্যা, সম্পর্কের গোড়ায় গলদ

Last Updated:
এর মধ্যে অবশ্যই স্বপ্নে যৌনমিলন রয়েছে৷ যা দেখলে অনেকই চমকে ওঠেন৷ এর পিছনে কী যুক্তি রয়েছে বা এই স্বপ্নের মানে কী?
advertisement
1/7
স্বপ্নে মিলন কীসের আশঙ্কাবাণী? জীবনে ঘটছে কিছু চরম সমস্যা, সম্পর্কের গোড়ায় গলদ
আমার প্রতিদিন প্রায় কিছু না কিছু স্বপ্ন দেখি৷ কখনও সেই স্বপ্ন মনে থাকে বা কখনও তা ভুলে যাই৷ আবার কিছু স্বপ্ন এমন থাকে যা আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, অর্থাৎ এতটাই অস্বাভাবিক থাকে সেই স্বপ্ন৷ এর মধ্যে অবশ্যই স্বপ্নে যৌনমিলন রয়েছে৷ যা দেখলে অনেকই চমকে ওঠেন৷ এর পিছনে কী যুক্তি রয়েছে বা এই স্বপ্নের মানে কী
advertisement
2/7
প্রাক্তনের সঙ্গে যৌনমিলন- এটা খুবই সাধারণ বিষয়, অনেকেই দেখে থাকেন৷ হয়ত আপনার প্রাক্তনের সঙ্গে একধরনের শারীরিক বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল৷ যা নতুন সঙ্গীর থেকেও আপনি আশা করছেন৷ অবচেতন মনে সে ভাবনা রয়ে গিয়েছে যা স্বপ্নে আসছে৷
advertisement
3/7
অচেনা ব্যক্তির সঙ্গে শারীরিক মিলন: প্রথমত এমন স্বপ্ন দেখে কিছু বিচলিত হবেন৷ কারণ যাঁকে কখনও দেখেননি, তাঁর সঙ্গে সঙ্গম খুবই অদ্ভূত ব্যাপার৷ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্বপ্নে দেখা মানুষটির ব্যক্তিত্ব কেমন৷ তিনি যদি দুর্বল ব্যক্তি হন তার মানে আপনার ব্যক্তিত্ব দুর্বল। আর সুঠাম পুরুষ হওয়ার ইঙ্গিত সঠিক ব্যালেন্স রেখেই বৃদ্ধি পাচ্ছে আপনার ব্যক্তিত্ব।
advertisement
4/7
সমলিঙ্গের সঙ্গে সম্পর্ক: হয়ত কখনই এই কথা আপনার মনে আসবে না, কিন্তু স্বপ্নে দেখলেন৷ কেন? এই স্বপ্ন নিয়ে বিচলিত হবেন না৷ যাকে নিয়ে স্বপ্নটা দেখছেন, হয়ত সেই ব্যক্তি কোনও ভাবে আপনার মন ছুঁয়ে গিয়েছে৷ প্রসংশা স্বরূপ এমন স্বপ্ন দেখেছেন৷
advertisement
5/7
অপছন্দের ব্যক্তির সঙ্গে মিলন: এমন স্বপ্নও অস্বাভাবিক নয়৷ কিছুটা অবাস্তব লাগলেও এই স্বপ্নের মানে খুব সহজ৷ আপনি আপনার অপছন্দের ব্যক্তির সঙ্গে বিবাদ মেটাতে চাইছেন৷ বা উল্টোটা, আপনি তার কোনও বিষয় নিয়ে হিংসা করছেন৷
advertisement
6/7
ধর্ষণ: খুবই অপ্রত্যাশিত, কিন্তু এই ভয়াবহ স্বপ্নও অনেক সময় আসে৷ এর এক গভীর অর্থ রয়েছে৷ মনোবিদরা বলেন যে এই স্বপ্ন আসলে ইঙ্গিত দেয় আপনার শরীরিক বা মানসিক চাপের৷ আপনার মধ্যে হতাশা, ভয়, দুর্বলতা কাজ করছে৷ অফিস হোক বা বাড়ি সমস্যা তৈরি হচ্ছে৷ তাই একটু নিজেকে গুছিয়ে নিন৷
advertisement
7/7
সেলিব্রিটির সঙ্গে সঙ্গম: অবাস্তব শুনতে লাগলেও এমন স্বপ্ন অনেকে দেখেন৷ এর দুটি সংকেত হতে পারে। এক, আপনি সত্যিই এই সেলেবদের সঙ্গে মিলনে লিপ্ত হতে চান। দুই, তাদের নাম-যশ-খ্যাতি আপনাকে তীব্র ভাবে আকর্ষণ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dream Meaning: স্বপ্নে মিলন কীসের আশঙ্কাবাণী? জীবনে ঘটছে কিছু চরম সমস্যা, সম্পর্কের গোড়ায় গলদ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল