Dream Destination: এবারে সিকিম! জানেন কি এই জায়গায় যাওয়ার জন্য ফের ছাড়পত্র দিচ্ছে সিকিম সরকার, যাবেন নাকি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Dream Destination: পর্যটকদের জন্য দারুণ খবর! গুরুদংমার লেক যাওয়ার জন্য ছাড়পত্র দিচ্ছে সিকিম সরকার
advertisement
1/5

পর্যটকদের জন্য দারুণ খবর। খুলে গেল গুরুদংমার লেক যাওয়ার রাস্তা। বর্ষবরণের রাতে সিকিম যাওয়ার প্ল্যান অনেকেই করেছিল তবে গত ২০ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গিয়েছিল গুরুদংমার লেক যাওয়ার রাস্তা। তাই অনেকেই আশাহত হয়ে গিয়েছিল। কবে খুলবে রাস্তা, কবে মিলবে পারমিট? যা নিয়ে কৌতূহলের শেষ ছিল না পর্যটকদের মধ্যে। এবার এল সুখবর।
advertisement
2/5
গুরুদংমার লেক যেতে হলে লাচেন হয়েই যেতে হয়। এবার পর্যটকদের জন্য লাচেন যাওয়ার ছাড়পত্র বিতরণ করতে শুরু করেছে সিকিম সরকার । লাচেন থেকে গুরুদংমার যাওয়ার জন্য আলাদা করে কোনও ছাড়পত্রের প্রয়োজন হয় না। আবহাওয়া গাড়ি চলাচলের জন্য প্রতিকূল না থাকলে লাচেন থেকে সহজেই ঘুরে আসা যায় গুরুদংমার লেক।
advertisement
3/5
ইতিমধ্যে ওই পথে পর্যটকদের যাওয়ার জন্য ছাড়পত্রও বিতরণ করতে শুরু করেছে সিকিমের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ দফতর । সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১০০ ফুট উঁচুতে অবস্থিত গুরুদংমার লেক সিকিমে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি জায়গা।
advertisement
4/5
বর্ষশেষ এবং বর্ষবরণের মাঝের ছুটির দিনগুলিতে প্রচুর পর্যটক সিকিমের পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। তাঁদের জন্য সিকিম সরকার এ বার গুরুদংমারের দিকে যাওয়ার রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
5/5
উত্তর সিকিমে অবস্থিত এই গুরুদংমার লেকে পর্যটকদের ঘুরতে যাওয়ার জন্য একটিই রাস্তা রয়েছে। গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ৮ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম লাচেন। এই লাচেন হয়েই পর্যটকদের গুরুদংমারের দিকে যেতে হয়। লাচেন থেকে প্রায় ৬৪ কিমি দূরে গুরুদংমার লেক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dream Destination: এবারে সিকিম! জানেন কি এই জায়গায় যাওয়ার জন্য ফের ছাড়পত্র দিচ্ছে সিকিম সরকার, যাবেন নাকি