TRENDING:

Double Profit Business: কম খরচে বিরাট লাভ, নামমাত্র বিনিয়োগে বিদেশি ফল চাষে 'ডবল' profit ! ঘরে বসে ব্যবসার দারুণ সুযোগ

Last Updated:
রেড মরোক্কান ড্রাগন ফ্রুট চাষের জন্য বাঁকুড়ার মাটি অত্যন্ত উপযোগী। ক্যাকটাস জাতীয় লতানো এই উদ্ভিদ চাষে বিশেষ খরচ কিছু নেই।
advertisement
1/6
কম খরচে বড় লাভ,নামমাত্র বিনিয়োগে বিদেশি ফল চাষে 'ডবল' profit!ঘরে বসে ব্যবসার দারুণ সুযোগ
ড্রাগন ফল চাষের ক্ষেত্রে যে প্রাথমিক সমস্যার সম্মুখীন হন কৃষকরা সেটা হল একটি সিমেন্টের খুঁটি বানানো যাতে ভর করে বেড়ে উঠতে পারবে ড্রাগন ফ্রুটের গাছ গুলি। একটি সিমেন্টের খুঁটি বা সাপোর্ট বানাতে খরচ পড়ে প্রায় ৫০০ থেকে ৬০০ ভারতীয় মুদ্রা।
advertisement
2/6
এক একটি খুঁটিতে প্রায় ৩-৪ টি গাছ ভাল ভাবে বেড়ে উঠতে পারে। তবে এই বাড়তি খরচ একেবারেই মুছে ফেলার পদ্ধতি গ্রহণ করতে পারে বাঁকুড়ার কৃষকরা। আসন্ন গ্রীষ্মে আম গাছের গোড়ায় লাগানো যেতে পারে রেড মরোক্কান ড্রাগন ফ্রুট এবং আম গাছের শক্ত পক্ত গুঁড়িকে ভর করেই বেড়ে উঠবে প্রায় আটটি বা ষোলটি ড্রাগন ফুটের গাছ।
advertisement
3/6
তাছাড়াও যদি বেড়া বা লোহার তার দেওয়া বেড়া থাকে তাহলে আরও সহজেই একদম বিনা মূল্যে চাষ করা যাবে এক্সোটিক এই ফল। পরশমনির ডিরেক্টর অনুপম সেন জানান যে গত বছর এই প্রক্রিয়ায় ড্রাগন ফল চাষ করে প্রায় ১৫- ২০ হাজার টাকা সাশ্রয় করেছেন তারা।
advertisement
4/6
রেড মরোক্কান ড্রাগন ফ্রুট চাষের জন্য বাঁকুড়ার মাটি অত্যন্ত উপযোগী। ক্যাকটাস জাতীয় লতানো এই উদ্ভিদ চাষে বিশেষ খরচ কিছু নেই কারণ, স্বল্প জল আর পরিচর্যা সঙ্গে ছত্রাকনাশক পেলেই দ্রুত গতিতে বেড়ে ওঠে ড্রাগন ফ্রুট এর গাছ। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চাষ করা হচ্ছে এই এক্সোটিক ফল।
advertisement
5/6
কেজিতে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা মূল্যে দেশে এবং বিদেশে আরও বেশি মূল্যে বিক্রি করা যেতে পারে এই ফলের। বিদেশেও রয়েছে বিপুল চাহিদা ফলেই বেশ জোরালো বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে ড্রাগন ফ্রুট চাষিদের।
advertisement
6/6
সেই কারণেই এবারে ফল চাষ করার ঋতু আসার আগে ড্রাগন ফলকে একটি ভাল সম্ভাবনা বলে মনে করছেন বাঁকুড়ার কৃষকরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Double Profit Business: কম খরচে বিরাট লাভ, নামমাত্র বিনিয়োগে বিদেশি ফল চাষে 'ডবল' profit ! ঘরে বসে ব্যবসার দারুণ সুযোগ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল