Kamika Ekadashi Rituals: আজ কামিকা একাদশীর পুণ্যতিথি! পাপমুক্তি ও অর্থসুখের জন্য কী করবেন, কী করবেন না জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kamika Ekadashi Rituals: কামিকা একাদশী তিথি পালনের বিশেষ কিছু রীতিনীতি আছে। জেনে নিন কোন রীতিতে এই পুণ্যতিথি পালন করলে অর্থসুখ লাভ করতে পারবেন সংসারে।
advertisement
1/10

আজ, বৃহস্পতিবার কামিকা একাদশীর পুণ্যতিথি। বিষ্ণুভক্তরা এদিন ভগবান বিষ্ণুর পুজো করেন। এই তিথি তাঁর উদ্দেশেই নিবেদিত।
advertisement
2/10
এই পুণ্যতিথি পালন করলে সংসারে বর্ষিত হয় সুখ, সমৃদ্ধি ও শান্তি। এই তিথি পালন করলে পাপমুক্তি করে মোক্ষলাভ করা যায়।
advertisement
3/10
কামিকা একাদশী তিথি পালনের বিশেষ কিছু রীতিনীতি আছে। জেনে নিন কোন রীতিতে এই পুণ্যতিথি পালন করলে অর্থসুখ লাভ করতে পারবেন সংসারে।
advertisement
4/10
কামিকা একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া আবশ্যিক। এর পর উপবাস ব্রত পালন করে পুজো করা হয় ভগবান বিষ্ণুর।
advertisement
5/10
প্রাচীন রীতি পালন করে ভগবান বিষ্ণুর পুজো করার সময় নিবেদন করা হয় পঞ্চামৃত, ফুল, ফল, তুলসিপাতা, দুধ এবং তিল। আরতি করা হয় প্রদীপ ও ধূপে।
advertisement
6/10
এই পুণ্যতিথিতে ব্রাহ্মণকে খাবার ও দক্ষিণা দান করলে পুণ্যলাভ করার রীতি অতি প্রাচীন। মনে করা হয় এই তিথি পালনে পাপমুক্তি হয়।
advertisement
7/10
কামিকা একাদশী তিথিতে পুণ্যস্নান বিশেষ গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই তিথিতে উপবাস ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমমানের পুণ্যলাভ করা যায়।
advertisement
8/10
এই পুণ্যতিথিতে শুভচিন্তায় প্রবৃত্ত করুন মনকে। এদিন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য তামসিক খাবার থেকে বিরত থাকুন। ভাত, ডাল বা আটা থেকে তৈরি খাবারও খাবেন না। ব্রতোপযোগী খাবার ও ফলাহার করুন।
advertisement
9/10
কামিকা একাদশীতে ব্রতীদের আমিষ খাবার না খাওয়াই রীতি। অ্যালকোহল এবং তানমাক সেবনও নিষিদ্ধ। মনকে শান্ত রেখে ক্রোধ নিবারণ করুন। এই তিথিতে দিবানিদ্রা করবেন না।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kamika Ekadashi Rituals: আজ কামিকা একাদশীর পুণ্যতিথি! পাপমুক্তি ও অর্থসুখের জন্য কী করবেন, কী করবেন না জেনে নিন