TRENDING:

Dooars Tourism: চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা! পা ফেললেই নেওরা নদী! চাবাগানে অনাবিল সৌন্দর্যের ঠিকানা ডুয়ার্সের ছাওয়াফেলি

Last Updated:
Dooars Tourism: চা বাগানের সবুজের মধ্য দিয়ে এই গ্রামের পথে হাঁটতে হাঁটতেই মন বদলে যায়, মন ভাল হয়ে ওঠে অনায়াসেই। পর্যটকদের কাছে এখন ছাওয়াফেলি হয়ে উঠছে সেরা বিকেল কাটানোর সেরা জায়গা।
advertisement
1/5
চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা! পা ফেললেই নেওরা নদী! চাবাগানে ভরপুর সৌন্দর্য ডুয়ার্সের ছাওয়াফেলিতে
এর মধ্যে গরুমারা জঙ্গল ঘুরতে আসছেন? তা হলে দিই একটি গোপন জায়গার খোঁজ। যে জায়গাটি অনেকেই এখন ও জানেন না। সেই গোপন রত্ন হল "ছাওয়াফেলি"। জঙ্গলের পেছনে লুকিয়ে থাকা এই ছোট্ট গ্রামটিই আজ ধীরে ধীরে উঠে আসছে ডুয়ার্সের নতুন পর্যটন মানচিত্রে। শান্ত, নিরিবিলি আর অনাবিল প্রকৃতির স্পর্শে ভরা "ছাওয়াফেলি" যেন এক বিকেলের পরশে মন ভাল করে দেওয়া কোনও কবিতার মতো।
advertisement
2/5
গ্রামে ঘরবাড়ির সংখ্যা অল্প, মানুষের ভিড় নেই বললেই চলে। আর ঠিক সেই নির্জনতাকেই ঘিরে তৈরি হয়েছে এক অনন্য রূপ। গ্রামের পাশে বয়ে গেছে নেওরা নদী, যার বিস্তীর্ণ চরে বিকেলের দিকে দেখা মেলে বন্যপ্রাণের আনাগোনা। জল খেতে আসা হাতির দল, দূরে গর্জন তুলে ঘুরে বেড়ানো বাইসন...এ দৃশ্য চোখের সামনে ধরা দেবে এমনটা ভাবাই যায় না। কিন্তু ছাওয়াফেলিতে দাঁড়ালে প্রকৃতিই সেই চমক আপনাকে উপহার দেবে।
advertisement
3/5
শুধু প্রাণীজগতই নয়, এখানকার আকাশও যেন আলাদা রঙে সাজে। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকেই ধরা দেয় ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘা। লাল আভায় ঝলমল করে ওঠা সেই বিকেলের রূপ মনকে ছুঁয়ে যায় অন্য মাত্রায়। রাস্তায় একটু অন্তর অন্তর দেখা মেলে ময়ূরেরও। কখনও রাস্তার মাঝেই দাঁড়িয়ে সে যেন পর্যটকদের নিজের রূপ দেখিয়ে যায় নির্ভয়ে।
advertisement
4/5
চা বাগানের সবুজের মধ্য দিয়ে এই গ্রামের পথে হাঁটতে হাঁটতেই মন বদলে যায়, মন ভাল হয়ে ওঠে অনায়াসেই। পর্যটকদের কাছে এখন ছাওয়াফেলি হয়ে উঠছে সেরা বিকেল কাটানোর সেরা জায়গা।
advertisement
5/5
আপনি যদি গরুমারা জঙ্গল ঘুরতে আসেন, তাহলে এক বিকেলের জন্য হলেও চলে যান ছাওয়াফেলি। ছোট্ট একটা হোমস্টে বুক করলেই মিলবে প্রকৃতির কোলে মোড়া সেই গোপন সৌন্দর্য ,যা ফিরে এসে বহুদিন আপনার মনের কোণে রয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Tourism: চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা! পা ফেললেই নেওরা নদী! চাবাগানে অনাবিল সৌন্দর্যের ঠিকানা ডুয়ার্সের ছাওয়াফেলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল