আপনার পোষ্য কুকুর কি টিভি দেখে? তাহলে অবশ্যই এটি জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আপনি কি কখনও ভেবেছেন আপনার পোষ্য কুকুরটি নিজে কী কী ভালবাসে? জানুন বিশ্বের কোন জিনিসগুলি কুকুরদের সবচেয়ে পছন্দ।
advertisement
1/10

বাড়িতে কুকুর পোষেন অনেকেই। কুকুরের প্রতি ভালবাসা রয়েছে বহু মানুষের। অত্যন্ত আদুরে এবং খুবই যত্নশীল এক প্রাণী কুকুর। এদের সবচেয়ে বড় গুণ বিশ্বস্ত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/10
কিন্তু আপনি কি কখনও ভেবেছেন আপনার পোষ্য কুকুরটি নিজে কী কী ভালবাসে? জানুন বিশ্বের কোন জিনিসগুলি কুকুরদের সবচেয়ে পছন্দ।
advertisement
3/10
পছন্দের মানুষের জিনিস লুকিয়ে রাখা কুকুরদের স্বভাব। আসলে নিজের প্রিয় মানুষের কোনও জিনিস অজান্তে সরিয়ে রাখাকে তারা নিজেদের পুরস্কার করার কারণ বলে মনে করে। টিভির রিমোট, মোজা সে কারণেই তারা অন্য জায়গায় লুকিয়ে রাখে।
advertisement
4/10
এটি শুনলে হয়তো আপনি চমকে যাবেন। অনেকেই ভাবেন নিজে যখন খাবেন, তখনই পোষ্যকে খাওয়াবেন বা খেতে দেবেন। কিন্তু কুকুররা মনে করে খাওয়া খুবই ব্যক্তিগত একটি কাজ। ফলে একা এবং নিভৃতে খেতেই তারা পছন্দ করে।
advertisement
5/10
মালিক বা মালকিনের সঙ্গেই সব সময় কুকুর থাকতে ভালবাসে। অন্য কোনও ব্যক্তির সঙ্গে সময় কাটানো তাদের খুব বেশি পছন্দের নয়। মালিক বা মালকিনের থেকে দূরে থাকলে তারা খানিকটা ভীত থাকে। এটি পোষ্য কুকুরদের প্রাথমিক অভ্যাস।
advertisement
6/10
টিভি দেখতে কুকুররা ভালবাসে। আপনি যেমন টিভিতে সিনেমা, সিরিয়াল, গান দেখেন ও শোনেন, তেমনই কুকুররাও এসব খুবই পছন্দ করে। টিভির স্ক্রিনের আলো, শব্দ, রং দেখতে তারা খুবই ভালবাসে, খুশি হয়। তবে মানুষের ভালবাসার চেয়ে বেশি কখনওই নয়।
advertisement
7/10
কুকুরদের আরেকটি পছন্দের কাজ হল সাঁতার কাটা। এতে আপনার পোষ্যের স্বাস্থ্যও ভাল থাকবে।
advertisement
8/10
টিভির পাশাপাশি গানের কথা না বললেই নয়। গান শুনতেও ভালবাসে কুকুররা। বোরডম কাটাতে ও মনকে শান্ত করতে হাল্কা গানের সুর কুকুরদের পছন্দের।
advertisement
9/10
মালিকের সঙ্গে বেড়াতে যেতেও খুবই ভালবাসে কুকুররা। আরও ভাল হয় পরিবারের অনেকে মিলে গেলে। এতে তারাও নিজেদের পরিবারের সদস্য বলে মনে করে।
advertisement
10/10
আপনার সঙ্গে অর্থাৎ পোষ্যের মালিক বা মালকিনের সঙ্গে ঘুমনোর মতো আনন্দ আর কোনও কিছুতেই নেই কুকুরের। সবচেয়ে নিশ্চিন্তে ঘুমোতে মালিক বা মালকিনের পাশকেই বেছে নেয় পোষ্য কুকুরেরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)