Dog Bite: কুকুর কামড়ালে প্রথমেই কী করবেন না জানুন, ভয় না পেয়ে এই কাজগুলি করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Dog Bite: কুকুর ভালবাসুন কিংবা ভয় পান, কুকুরের কামড়ের প্রভাব কিন্তু সব শরীরেই সমান। আগে জানুন কী করবেন না কামড় খেলে...
advertisement
1/7

রাস্তায় হঠাৎ কুকুর আক্রমণ করলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কুকুর কাউকে আঁচড় বা কামড় দিলে অধিকাংশই শুধু জলাতঙ্কের কথা চিন্তা করে ভীত হন। কিন্তু জলাতঙ্কই নয়, ধনুষ্টংকার-সহ বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক রোগও ছড়াতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
কুকুর ভালবাসুন কিংবা ভয় পান, কুকুরের কামড়ের প্রভাব কিন্তু সব শরীরেই সমান। তাই কুকুর ভালবাসলেও তার কামড়ের হাত থেকে নিজেকে বাঁচাতে ও কামড়ানোর পরেও বিষ নষ্ট করতে কিছু পদক্ষেপ করতেই হয়। তবে আগে জানা জরুরি কোন কাজগুলি করবেন না।
advertisement
3/7
কুকুর কামড়ানোর জায়গায় মলম ও ব্যান্ডেজ লাগাবেন না। কামড়ানো জায়গাটি শুধু ধুয়ে নিন। সেখানে কোনও মলম লাগাতে যাবেন না। এক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। বরং আপনাকে মাথায় রাখতে হবে যে ব্যান্ডেজ লাগালেও সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখা জরুরি। বরং যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যান।
advertisement
4/7
র্যাবিস থেকে বাঁচার জন্য আপনাকে নিতে হবে টিকা। টিকা নিলেই এই অসুখ থেকে সহজে নিস্তার পাওয়া যায়। অন্যথায় সমস্যা বহুগুণ বাড়ে। তাই এই বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি। কুকুর কামড়ানোর ০, ৩, ৭, ১৪ ও ৩০ দিনের মাথায় টিকা নিতে হয়। এছাড়া ক্ষত বেশি থাকলে ইমিউনোগ্লোবিউলিন নিতে হতে পারে।
advertisement
5/7
যে কুকুরটির কামড় খেয়েছেন, সেটির দিকে লক্ষ্য রাখুন। ওর মধ্যে খারাপ কোনও ব্যবহার দেখলে বা শরীর খারাপ হলে স্থানীয় প্রশাসনকে খবর দিন। এর মাধ্যমে আপনি অনেক মানুষকে বাঁচাতে পারবেন।
advertisement
6/7
সময় মতো চিকিৎসা না হলে কিন্তু জলাতঙ্ক যেমন প্রাণ কেড়ে নিতে পারে, তেমনই প্রদাহের জায়গায় সংক্রমণ ছড়িয়ে সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। কুকুর কামড়ালে কেবল র্যাবিস ভাইরাসের ইঞ্জেকশন নিলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না।
advertisement
7/7
কুকুরে কামড়ানোর ক্ষতস্থানে রক্ত বন্ধ করতে কোনও রকম কেমিক্যাল যোগ করবেন না প্রথমে। ক্ষতস্থান পরিষ্কার করতে কোনও রকম সুগন্ধি সাবান ব্যবহার চলবে না। পারলে পরিষ্কার কোনও কাপড় দিয়ে তা করুন, একান্তই তা হাতের কাছে না থাকলে কোনও অ্যান্টিবায়োটিক লোশন দিয়ে তা পরিষ্কার করুন। এই সময় খুব ক্ষতস্থান বেশি ঘষবেন না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dog Bite: কুকুর কামড়ালে প্রথমেই কী করবেন না জানুন, ভয় না পেয়ে এই কাজগুলি করুন