হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত জানেন...? ছোট্ট 'টেকনিক' বাঁচিয়ে দেবে, বিশেষজ্ঞ বলে দিলেন সহজ 'টোটকা'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dog Bite: আগ্রার বিখ্যাত পোষ্য চিকিৎসক সঞ্জীব নেহেরু তাঁর পরামর্শে বলেন, সম্ভাব্য কুকুরের আক্রমণ এড়াতে নির্দিষ্ট 'উপায়' রয়েছে। এক্ষেত্রে কোনও সামান্য ভুলও কিন্তু জীবনেরও বড় ঝুঁকি নিয়ে ফেলতে পারেন আপনি।
advertisement
1/19

কুকুর অত্যন্ত প্রভুভক্ত এক জীব। মুহূর্তের মধ্যে মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখে এই প্রাণীটি। নিঃসন্দেহে মানুষের সবচেয়ে প্রিয় পোষ্য প্রাণীদের মধ্যে একটি হল কুকুর। কারও কারও কাছে তার কুকুরই হয়ে ওঠে সন্তানসম। Representative Image
advertisement
2/19
কিন্তু রাস্তায় যে কুকুরের আনাগোনা তারা? রাস্তায় চলাচলের সময় কুকুরের সামনে সবাই কম-বেশি পড়ে থাকেন। তবে বিপদ তখনই, যখন এই প্রাণীটি আগ্রাসী রূপ ধারণ করে। তখন অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন?
advertisement
3/19
এক্ষেত্রে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের কু-দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।আসলে রাস্তার কুকুরদের অনেকেই ভালবাসেন। আদরও করেন সময় বিশেষে। তবে বিপদ তখনই, যখন এই আপাত নিরীহ প্রাণীটি আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে এক্ষেত্রে ভুলভাল পদ্ধতি না নিয়ে নিতে হবে সঠিক 'টেকনিক'।
advertisement
4/19
আজ এই প্রতিবেদনে চলুন শিখে নেওয়া যাক রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি সহজ অথচ বুদ্ধিদীপ্ত উপায়। একটু ভুলচুক হয়ে গেলেই কিন্তু বড় বিপদ। তাই সতর্ক হওয়া জরুরি।
advertisement
5/19
অনেক সময় দেখা যায় আমরা যখন নির্জন রাস্তা দিয়ে যাই এবং বা একা কোনও গলিতে ঢুকে পড়ি, অন্ধকার রাস্তা দিয়ে এগোলে হঠাৎ সামনে এসে হাজির হয় রাস্তার অচেনা কুকুর।
advertisement
6/19
কেউ কেউ আবার আপনার পিছু নেয়। আর তাতেই ভয়ে পেয়ে ঘাবড়ে আপনি এমন কিছু করে বসেন যা করলে বিপরীত ফল হয়ে বিপদ ডেকে আনার সমূহ সম্ভাবনা। ভুল পদক্ষেপ নিলে কুকুরের কামড় থেকে রেহাই পাওয়া মুশকিল হতে পারে আপনার। তাই সঠিক নিয়ম জানা জরুরি।
advertisement
7/19
মাঝে মাঝে আবার এমনও দেখা যায় একদল কুকুর চলন্ত বাইকের পিছনে দ্রুত ধাওয়া করছে। এই ধরনের পরিস্থিতিতে, ব্যক্তি হতভম্ব হয়ে যান এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে এমন কিছু করে বসেন যা কুকুরকে আরও উত্তেজিত করে তোলে।
advertisement
8/19
সামাজিক মাধ্যমেও প্রায়ই এমন ভাইরাল ভিডিও দেখা যায় যেখানে রাস্তার কুকুর হঠাৎ পথচলতি মানুষকে আক্রমণ করেছে। আপনিও যদি এমন পরিস্থিতিতে পড়েন কী করতে হবে জানা আছে তো? সঠিক নিয়ম জেনে নেওয়া যাক বিশেষজ্ঞের মুখ থেকে।
advertisement
9/19
আগ্রার বিখ্যাত পোষ্য চিকিৎসক সঞ্জীব নেহেরু তাঁর পরামর্শে বলেন, সম্ভাব্য কুকুরের আক্রমণ এড়াতে অনেকগুলি নির্দিষ্ট উপায় রয়েছে। এক্ষেত্রে কোনও সামান্য ভুলও কিন্তু জীবনেরও বড় ঝুঁকি নিয়ে ফেলতে পারেন আপনি।
advertisement
10/19
প্রথমত : দৌড়াদৌড়ি করে অযথা উত্তেজিত না হয়ে, এই রকম পরিস্থিতিতে আপনি যেখানে আছেন সেখানে দাঁড়ানোই সবচেয়ে ভাল উপায় বলছেন বিশেষজ্ঞ। এই সময় প্রাণীটির চোখের দিকে নয়, অবিলম্বে নীচের দিকে তাকান ও চোখেচোখে সরাসরি তাকানো এড়িয়ে যান।
advertisement
11/19
দ্বিতীয়ত: কুকুর তাড়া করলে প্রথমে থেমে যান, ধীরে হাঁটুন এবং হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুন। বোঝান, আপনি ভয়ে পালাচ্ছেন না।
advertisement
12/19
তৃতীয়ত: দেখা যায় কুকুরের আক্রমণ মানুষকে বিচলিত দেয়। আর তাতেই মুহূর্তে ঘটে যায় ভুল। অনেক সময়ই অযথা মেজাজ হারিয়ে ফেলেন মানুষ। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই।
advertisement
13/19
প্রাণী চিকিৎসক সঞ্জীব নেহরুর মতে, আপনি যদি বাইকে যান এবং আপনার পিছনে একটি কুকুর তাড়া করে, তাহলে আপনার উচিত অবিলম্বে আপনার বাইকটি থামিয়ে দেওয়া।
advertisement
14/19
সাধারণত, কুকুরটি তখনই আক্রমণ করে যখন মনে হয় তাদের এলাকায় কেউ প্রবেশ করেছে। তাই এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে উচ্চ গতিতে বাইক চালান। ভয় পেয়ে গেলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
15/19
চতুর্থত : মনে রাখবেন, আপনি যদি পায়ে হেঁটে রাস্তা দিয়ে যান এবং রাস্তার একদল কুকুর আপনাকে হঠাৎ আক্রমণ করে, তবে প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন এবং এক জায়গায় স্থির হয়ে দাঁড়ান। আপনার শারীরিক ইঙ্গিত এমন হাওয়া উচিত যাতে কুকুরগুলির মনে হয় আপনি তাদের জন্য মোটেও কোনওরকম ভয়ের কারণ হয়ে উঠবেন না।
advertisement
16/19
মুখ বাঁচান আক্রমণের সময়: সাধারণত মানুষ কুকুর দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আর তাতে কুকুর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। মনে রাখবেন কখনই কুকুর দেখে পালিয়ে যাওয়ার ভুল করবেন না। এতে তারা মনে করে তারা বিপদে পড়েছে।
advertisement
17/19
যদি একটি কুকুর আপনাকে আক্রমণ করে, আপনার হাতের কাছে থাকা লাঠি বা ছাতা পেলে তা দিয়ে নিজেকে রক্ষা করুন। কাছাকাছি এমন কিছু থাকলে ভাল হয় যা দিয়ে আপনি বাতাসে তরঙ্গ তুলতে পারেন, যা কুকুরকে পালিয়ে যেতে বাধ্য করবে।
advertisement
18/19
ব্যাগে বা হাতের কাছে কিছু খাবার থাকলে কুকুরের দিকে খাবার ছুড়ে দিতেও পারেন। তবে যদি কুকুর আক্রমণ করে তাহলে আক্রমণের সময় আপনার মুখ অবশ্যই রক্ষা করার চেষ্টা করুন।
advertisement
19/19
ডিসক্লেইমার: আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত জানেন...? ছোট্ট 'টেকনিক' বাঁচিয়ে দেবে, বিশেষজ্ঞ বলে দিলেন সহজ 'টোটকা'